বৃহস্পতিবার, ৩০ জুন, ২০২২ ০০:০০ টা

বিচারের দাবিতে মহাসড়ক অবরোধ

নরসিংদী প্রতিনিধি

নরসিংদীর বেলাবতে কবির হোসেন (৪০) নামে এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যার প্রতিবাদ ও বিচারের দাবিতে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে এলাকাবাসী। এতে করে সকাল  সাড়ে ১১টা থেকে দেড়টা পর্যন্ত ২ ঘণ্টা মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে। এতে করে ঢাকা-সিলেট সড়কের দুই দিকে অন্তত ১০ কিলোমিটার এলাকা জুড়ে যানজটের সৃষ্টি হয়। পরে হাইওয়ে পুলিশ এবং  বেলাব থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে দোষীদের গ্রেফতারের আশ্বাস দিলে অবরোধ সরিয়ে নেয় এলাকাবাসী। বেলাব থানার ওসি সাফায়েত হোসেন পলাশ বলেন, শনিবার দুপুরে বেলাব উপজেলার নারায়ণপুর ইউনিয়নের খামারের চর গ্রামে এক ব্যবসায়ী হত্যার ঘটনা ঘটে। হত্যাকারীদের গ্রেফতার ও বিচারের দাবিতে স্থানীয়রা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ সমাবেশ করছিল। খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসে তাদের আশ্বস্ত করি, অচিরেই দোষীদের বিচারের আওতায় আনা হবে। পরে তারা মহাসড়কের অবরোধ তুলে নিয়েছে। এখন চলাচল স্বাভাবিক হয়েছে।

সর্বশেষ খবর