শুক্রবার, ১ জুলাই, ২০২২ ০০:০০ টা

খানাখন্দে ভরা সড়ক দুর্ভোগে পৌরবাসী

৮৫ কিলোমিটার পাকা রাস্তার ৮০ ভাগই বেহাল

ঠাকুরগাঁও প্রতিনিধি

খানাখন্দে ভরা সড়ক দুর্ভোগে পৌরবাসী

বৃষ্টিতে সড়কে দেখা দিয়েছে জলাবদ্ধতা। ঠাকুরগাঁও পৌর এলাকার ছবি -বাংলাদেশ প্রতিদিন

ঠাকুরগাঁও পৌরসভার অধিকাংশ রাস্তার ঢালাই উঠে খানাখন্দে পরিণত হয়েছে। সামান্য বৃষ্টিতে ডুবে যায় সড়কগুলো। পৌর শহরের ১২টি ওয়ার্ডে ৮৫ কিলোমিটার রাস্তা পাকা করা হলেও এর প্রায় ৮০ শতাংশের অবস্থা বেহাল। ফলে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। দীর্ঘদিনেও রাস্তাগুলো সংস্কার না করায় ক্ষোভ প্রকাশ করেছেন পথচারীসহ স্থানীয়রা। সূত্রমতে, ঠাকুরগাঁও পৌরসভার আওতায় রয়েছে ১৩৫ কিলোমিটার রাস্তা। এর মধ্যে পাকা ৮৫ কিলোমিটার। ৫০ কিলোমিটার রাস্তা এখনো পাকা করা হয়নি।  সরেজমিনে গতকাল গিয়ে দেখা যায়, শহরের চৌরাস্তা থেকে কালিবাড়ী হয়ে সত্যপীর ব্রিজ, সেনুয়া, গোয়ালপাড়া, জেলা প্রশাসকের বাস ভবনের সড়ক, কেন্দ্রীয় শহীদ মিনার সড়ক, হাজীপাড়া, আশ্রমপাড়া, শাহাপাড়া, ঘোষপাড়া, নিশ্চিন্তপুরসহ কয়েকটি মহল্লার প্রধান প্রধান সড়ক খুবই বেহাল। সামান্য বৃষ্টিতে এসব রাস্তা পুরোপুরি তলিয়ে যায়। দীর্ঘদিন সংস্কার না করায় রাস্তার পিচ উঠে গিয়ে অসংখ্য গর্ত সৃষ্টি হয়েছে। এসব গর্তে হাঁটুপানি জমে থাকে। চলাচলের সময় দুর্ঘটনার কবলে পড়েন অনেকে। স্থানীয় বাসিন্দারা বলেন, ২০ বছর আগে রাস্তাগুলো পাকা করা হয়েছিল। কাজের কিছু দিন যেতে না যেতেই ঢালাই উঠে যায়। এরপর আর সংস্কার হয়নি। বর্ষা এলেই রাস্তাগুলোতে পানি জমে থাকে। মেরামত ব্যাপারে পৌর মেয়র ও কাউন্সিলরকে বহুবার লিখিতভাবে বলা হলেও কাজ হয়নি। এখন তারা বলছেন, বরাদ্দ না থাকলে কি নিজের পকেটের টাকা দিয়ে রাস্তা সংস্কার করব। ঠাকুরগাঁও পৌর মেয়র আঞ্জুমান আরা বেগম বন্যা বলেন, ইতোমধ্যে ঠাকুরগাঁও পৌরসভা এলজিএসপি প্রকল্পের অন্তর্ভুক্ত হয়েছে। প্রকল্পে থাকছে, রাস্তা, ড্রেন, লাইটিং ব্যবস্থা ও ফুটপাত তৈরি। প্রকল্পে প্রধান প্রধান সড়ক সংস্কারের জন্য অন্তর্ভুক্ত করা হয়েছে। আগামী বছরের ফেব্রুয়ারিতেই কাজ শুরু করতে পারব।

 

সর্বশেষ খবর