শুক্রবার, ১ জুলাই, ২০২২ ০০:০০ টা
দুটি হত্যা মামলার রায়

একজনের মৃত্যুদন্ড, যাবজ্জীবন ২

প্রতিদিন ডেস্ক

গোপালগঞ্জের মুকসুদপুরে ক্ষমা বিশ্বাস হত্যা মামলায় অজিত বাগচী নামে একজনকে মৃত্যুদন্ডের আদেশ দিয়েছেন আদালত। সেই সঙ্গে তাকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। অতিরিক্ত দায়রা জজ আব্বাস উদ্দীন গতকাল  এ রায় দেন। মামলার অপর আসামিকে খালাস দেওয়া হয়েছে। ২০১৩ সালের ১৩ অক্টোবর রাতে পূজার অনুষ্ঠান দেখে বাড়ি ফিরছিলেন ক্ষমা বিশ্বাস। এ সময় তাকে ছুরিকাঘাত করেন অজিত বাগচী। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এদিকে খুলনার খানজাহান আলী থানা এলাকায় মুনজীর আহমেদ ওরফে মুনজীর মাস্টার হত্যা মামলায় দুই আসামির যাবজ্জীবন এবং ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল খুলনা মহানগর দায়রা জজ আদালতের বিচারক মাহমুদা খাতুন এ রায় ঘোষণা করেন। হত্যার ১৭ বছর পর রায় ঘোষণা হলো। সাজাপ্রাপ্তরা হলেন- আনোয়ার হোসেন ও আশ্রাফ আলী। নিহত মুনজীর মাত্তমডাঙ্গা শ্রীনাথ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন।

সর্বশেষ খবর