শনিবার, ২ জুলাই, ২০২২ ০০:০০ টা

বসুন্ধরা আই হসপিটালের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা

কুমিল্লা প্রতিনিধি

বসুন্ধরা আই হসপিটালের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা

কুমিল্লার বুড়িচং উপজেলার প্রত্যন্ত গ্রাম শিকারপুর। সেখানে ৩ হাজার মানুষকে বিনামূল্যে চোখের চিকিৎসা দিয়েছে বসুন্ধরা আই হসপিটাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট ও ভিশন কেয়ার ফাউন্ডেশন। শিকারপুর জামি’আ নূরে মুহাম্মদিয়া এতিমখানা কমপ্লেক্সে গতকাল এ সেবা দেওয়া হয়। ২০১৭ থেকে ২০১৯ সাল পর্যন্ত তিন বছরে বিনামূল্যে সেবা নেন আড়াই হাজার মানুষ। শুক্রবার সেবা নিয়েছেন ৫০০ জন। এতিমখানা কমপ্লেক্স সূত্রে জানা যায়, শুধু কুমিল্লার মানুষ নয়; নোয়াখালী, লক্ষ্মীপুর ও ব্রাহ্মণবাড়িয়ার লোকজন এই ক্যাম্পে আসেন সেবা নিতে। গতকাল ১০ জনের বিশেষজ্ঞ টিম সেবা দিতে আসে। নেতৃত্বে ছিলেন বসুন্ধরা আই হসপিটাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের প্রতিষ্ঠাতা পরিচালক ডা. সালেহ আহম্মেদ। জামি’আ নূরে মুহাম্মদিয়া এতিমখানা কমপ্লেক্সের মুহতামিম জাকির হোসেন জানান, দুই প্রতিষ্ঠানের এমন উদ্যোগে অসংখ্য মানুষের উপকার হচ্ছে। বসুন্ধরা আই হসপিটাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের প্রতিষ্ঠাতা পরিচালক বলেন, শিকারপুর গ্রামের সন্তান সাবেক সচিব আজিজুল হক ভূঁইয়া তার নিজ গ্রামে এমন উদ্যোগ নেওয়ার জন্য আমাদের কাছে অনুরোধ করেন। আমরা তার আহ্বানে সাড়া দিই। বাংলাদেশের যে কোনো জায়গা থেকে বিনামূল্যে চক্ষু চিকিৎসা প্রদানের জন্য অনুরোধ করলে সেখানে পৌঁছে যাব ইনশাআল্লাহ।

সর্বশেষ খবর