শনিবার, ২ জুলাই, ২০২২ ০০:০০ টা

বগুড়ায় বন্যায় ২১ কোটি টাকার ফসলের ক্ষতি

আবদুর রহমান টুলু, বগুড়া

বগুড়ায় বন্যায় ২১ কোটি টাকার ফসলের ক্ষতি

বন্যায় ক্ষতিগ্রস্ত ধান খেত -বাংলাদেশ প্রতিদিন

বগুড়ায় চলমান বন্যায় চার উপজেলার প্রায় ২১ কোটি টাকার ফসলের ক্ষতি হয়েছে। কৃষি অফিস বলছে, বন্যায় আড়াই হাজার কৃষকের ১ হাজার ৬১০ হেক্টর জমির ফসল সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে। জানা যায়, বগুড়ার সারিয়াকান্দি, ধুনট ও সোনাতলা উপজেলার মধ্যে দিয়ে যমুনা নদী এবং শেরপুর দিয়ে বাঙালি ও করতোয়া নদী বয়ে গেছে। গত জুন মাসের শুরু থেকে যমুনা ও বাঙালি নদীর পানি বাড়তে থাকে। যমুনায় পানি বাড়লে শাখা বাঙালি নদীতেও বৃদ্ধি পায়। স্বভাবগতভাবে দুটি নদীই ভাঙন প্রকৃতির। জুন মাস থেকে নদী দুটিতে পানি বৃদ্ধি পেয়ে প্রথমে নিম্নাঞ্চল তলিয়ে যায়। গত ১৭ জুন সন্ধ্যায় যমুনার পানি বিপৎসীমা অতিক্রম করে। ২১ জুন এ নদীর পানি বিপৎসীমার সর্বোচ্চ ৬৪ সে. মি. ওপর দিয়ে প্রবাহিত হয়। এতে সৃষ্ট বন্যায় ৮৪ গ্রামের মানুষ পানিবন্দী হয়ে যায়। প্রায় দেড় লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হন। ২২ জুুন থেকে পানি কমতে থাকে। এ কয়েকদিনের বন্যায় জেলার সারিয়াকান্দি, ধুনট, সোনাতলা ও শেরপুর উপজেলায় ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। বগুড়া কৃষি সম্প্রসারণ অধিদফতর সূত্রে জানা যায়, চার উপজেলায় মোট ক্ষতিগ্রস্ত ফসলি জমি ১ হাজার ৬১০ হেক্টর। ফসলের মধ্যে রয়েছে আউশ, সবজি, পাট, ভুট্টা, বীজতলা ও আখ। এরমধ্যে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে পাটের। চার উপজেলা মিলিয়ে বন্যায় মোট আক্রান্ত হয় ৩ হাজার ৫৮১ হেক্টর জমির ফসল। আংশিক ক্ষতি হয়েছে ২ হাজার ৩১৩ হেক্টর। ক্ষতিগ্রস্ত জমির ফসলের আর্থিক মূল্য ধরা হয়েছে ২০ কোটি ৬৮ লাখ ৪৪ হাজার টাকা। চার উপজেলা মিলিয়ে ক্ষতিগ্রস্ত কৃষকের সংখ্যা প্রায় আড়াই হাজার। বগুড়া কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক দুলাল হোসেন জানান, বন্যায় কিছু কৃষকের আংশিক আবার কিছু কৃষক সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। ক্ষতি পুষিয়ে দিতে ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য বিশেষ বরাদ্দ চাওয়া হয়েছে। বরাদ্দ পেলে বিতরণ করা হবে। বগুড়া পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) নির্বাহী প্রকৌশলী মাহাবুবুর রহমান বলেন, যমুনা নদীতে আবারও পানি বাড়ছে। তবে এখন পর্যন্ত বিপৎসীমার নিচ দিয়েই প্রবাহিত হচ্ছে।

সর্বশেষ খবর