শনিবার, ২ জুলাই, ২০২২ ০০:০০ টা

‘জিন’ দিয়ে কিডনি হার্টসহ নানা চিকিৎসা

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহের কোটচাঁদপুরে জিন দিয়ে চলছে কিডনি-হার্টের অপারেশনসহ নানা রোগের চিকিৎসা। কুশনা ইউনিয়নের গোরস্তানপাড়ায় এক বাড়িতে গভীর রাতে এসব রোগের চিকিৎসা করা হয়। জানা যায়, ক্যান্সার, হৃদরোগ, কিডনি, হার্নিয়া, অ্যাপেনডিকসসহ নানা রোগের চিকিৎসা দেওয়া হচ্ছে ওই বাড়িতে। কুশনা গ্রামসহ দূর-দূরান্ত থেকে আসা শিশু, নারী ও পুরুষ চিকিৎসা নিচ্ছেন। তাদের কাছ থেকে হাতিয়ে নেওয়া হচ্ছে লাখ লাখ টাকা। যে বাড়িতে এ চিকিৎসা দেওয়া হচ্ছে ওই বাড়ির মালিক শরিফুল ইসলামের ভাই মাস্তাফিজুর রহমান হিটলার বলেন, ভাবী রানী বেগমের ঘাড়ে জ্বিন আছে এটা আমি বিশ্বাস করি। তার কাছ থেকে অনেকে চিকিৎসা নিয়ে ভালো হচ্ছেন এটা দোষের কিছু না। কুশনা ইউপি চেয়ারম্যান শাহারুজ্জামান সবুজ বলেন, বিষয়টি আমিও শুনেছি। দেখা যাক কি করা যায়। গ্রামের দোয়ারপাড়ার আলমগীর হোসেন জানান, রিনা ও তার বোন একই উপজেলার দুধসরা বাসস্ট্যান্ড এলাকায় বসবাস করেন। মাসে চার দিন এসে রোগী দেখেন এবং অপারেশন করেন। এভাবে প্রতারণা করা ঠিক না। প্রশাসনের হস্তক্ষেপ প্রয়োজন। কোটচাঁদপুর থানার ওসি মঈন উদ্দিন জানান, আমার কাছে এখনো কেউ অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। ঝিনাইদহ সিভিল সার্জন শুভ্রা রানী দেবনাথ বলেন, জ্বিন দিয়ে হার্টের অপারেশন করা সম্ভব নয়।

সর্বশেষ খবর