শনিবার, ২ জুলাই, ২০২২ ০০:০০ টা

সরকারি চাল সংগ্রহে অনিয়ম

মাগুরা প্রতিনিধি

মাগুরায় সরকারি ধান চাল সংগ্রহে অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। জেলা সদরের একটি গুদামে ১১৩ মেট্রিক টন চাল নির্ধারিত সময়ের চার মাস পর জমা হয়েছে। এ চাল দেওয়ার কথা ছিল চলতি বছরের ফেব্রুয়ারির মধ্যে। কিন্তু জমা হয়েছে জুন মাসে। বিষয়টি তদন্তে কুষ্টিয়ার জেলা খাদ্য নিয়ন্ত্রক মনোতোষ মজুমদারের নেতৃত্বে টিম গঠন করা হয়েছে। খাদ্য গুদামের একটি সূত্র জানায়, গত আমন মৌসুমে জেলার চারজন মিল মালিক  ১১৩ মেট্রিক টন চাল গুদামে সরবরাহের জন্য ১৭০ মেট্রিক টন ধান নেন। নির্ধারিত সময়ে চাল সরবরাহ করেননি তারা।

সর্বশেষ খবর