সোমবার, ৪ জুলাই, ২০২২ ০০:০০ টা

কোরবানির হাট কাঁপাচ্ছে ৩২ মণের ‘অগ্নি’

শেখ আহসানুল করিম, বাগেরহাট

কোরবানির হাট কাঁপাচ্ছে ৩২ মণের ‘অগ্নি’

বাগেরহাটের শরণখোলা উপজেলায় কোরবানির হাট কাঁপাচ্ছে ৩২ মণ ওজনের গরু ‘অগ্নি’। গরুটির দাম চাওয়া হয়েছে ১৫ লাখ টাকা। চিতলমারি উপজেলায় ‘রাজাবাবুর’ পর এই অগ্নিই জেলার মধ্যে এখন পর্যন্ত এ বছরের সেরা। রাজাবাবুর ওজন ৩০ মণ। শরণখোলা উপজেলার রায়েন্দা ইউনিয়নের রাজেশ্বর গ্রামের হালিমা ডেইরি ফার্মে দুই বছর ধরে লালন-পালন করা হচ্ছে অস্ট্রেলিয়ান ফ্রিজিয়ান জাতের ৩২ মণ ওজনের অগ্নিকে। প্রাণিসম্পদ বিভাগ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। ফার্মের মালিক জাবের হাওলাদার জানান, ২০১৭ সালে আমি একটি অস্ট্রেলিয়ান গরু নিয়ে ফার্ম শুরু করি। এরপর থেকে ব্যবসার টাকা থেকেই গরু বাড়াতে থাকি। বর্তমানে সব মিলিয়ে আমার ফার্মে ১৫টি গরু রয়েছে। এর মধ্যে অগ্নি সেরা। তার ফার্মেই দুই বছর আগে জন্ম হয় অগ্নির। সেই থেকে অতিযতেœ লালন-পালন করা হয় গরুটিকে। তাকে সয়াবিনের খইল, গমের ভুষি, মুগডালের ভুষি ও নেপিয়ার ঘাস খাওয়ানো হয়। তবে কোনো প্রকার মোটাতাজাকরণের ক্ষতিকর ট্যাবলেট খাওয়ানো হয় না। বর্তমানে প্রতিদিন খাবার হিসেবে প্রায় ১ হাজার টাকার মতো খরচ হয়। সব মিলিয়ে দুই বছরে প্রায় ৫ লাখ টাকার মতো খরচ হয়েছে অগ্নির পেছনে। এ বছর কোরবানির ঈদে বিক্রির জন্য অগ্নিকে প্রস্তুত করা হয়েছে। দাম চাচ্ছি ১৫ লাখ টাকা। এরই মধ্যে গরু ব্যবসায়ীরা ১০ লাখ বলে গেছেন, তাতে দেইনি। তবে ইচ্ছে আছে ১৫ লাখ টাকায় বিক্রি করার। জাবের বলেন, অগ্নিকে ফার্ম থেকে বের করতে বর্তমানে চারজন লোক লাগে । তাই আমরা বাইরে বের করি না। গরুটি দেখার জন্য প্রতিদিন বিভিন্ন এলাকা থেকে লোকজন আসেন তার ফার্মে। শরণখোলা প্রাণিসম্পদ অফিসের ভেটেরিনারি ফিল্ড অ্যাসিস্ট্যান্ট মো. সিরাজুল ইসলাম জানান, বাগেরহাট জেলায় এ বছর এটিই সবচেয়ে বড় গরু। গরু লালন-পালনের জন্য তারা ফার্মারদের প্রশিক্ষণ দিয়েছেন।

সর্বশেষ খবর