শিরোনাম
সোমবার, ৪ জুলাই, ২০২২ ০০:০০ টা

ভোক্তা অধিকার অধিদফতরের অভিযান

চুয়াডাঙ্গা প্রতিনিধি

সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে সার এবং মেয়াদোত্তীর্ণ কীটনাশক বিক্রি করায় চুয়াডাঙ্গা সদর উপজেলার আলুকদিয়া বাজারে মেসার্স বিশ্বাস ট্রেডার্সকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। গতকাল দুপুরে ভোক্তা অধিকার অধিদফতরের সহকারী পরিচালক সজল আহমেদের নেতৃত্বে পরিচালিত অভিযানে এ জরিমানা করা হয়।

সহকারী পরিচালক সজল আহমেদ জানান, অভিযোগ আসে মেসার্স বিশ্বাস ট্রেডার্স ৮০০ টাকার ইউরিয়া ৯৭০ টাকা এবং ১ হাজার ১০০ টাকার টিএসপি ১ হাজার ৫৭০ টাকায় বিক্রি করছেন। একই সঙ্গে তিনি মেয়াদোত্তীর্ণ কীটনাশকও বিক্রি করছেন। অভিযোগ পেয়ে আলুকদিয়া বাজারের মেসার্স বিশ্বাস ট্রেডার্সে অভিযান চালানো হয়। অভিযানে অভিযোগের সত্যতা মেলায় ওই প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী রানা বিশ্বাসকে ১ লাখ টাকা জরিমানা করা হয়।

সর্বশেষ খবর