মঙ্গলবার, ৫ জুলাই, ২০২২ ০০:০০ টা

টঙ্গীতে দুই ঘণ্টা রেল চলাচল বন্ধ

টঙ্গী প্রতিনিধি

গাজীপুরের টঙ্গী রেলস্টেশন এলাকায় গতকাল দুুপুরে দুই ঘণ্টা রেল চলাচল বন্ধ ছিল। এতে চরম দুর্ভোগের শিকার হন যাত্রীরা। ঠিকাদারের মাধ্যমে জনবল নিয়োগের প্রতিবাদে বাংলাদেশ রেলওয়ে শ্রমিক লীগ টঙ্গী শাখার আয়োজনে রেলসড়ক দখল করে মানববন্ধন কর্মসূচি পালন করায় দুর্ভোগের সৃষ্টি হয়।

এতে ঢাকাগামী জামালপুর কমিউটার ও ঢাকা থেকে ছেড়ে আসা জামালপুর এক্সপ্রেস ট্রেন আটকে পড়ে। বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত মানববন্ধন কর্মসূচিতে অংশ নেন রেলওয়ে অস্থায়ী  কর্মচারীবৃন্দ। কর্মচারীদের দাবি- রেলওয়েতে অস্থায়ী পদে দক্ষ কর্মীদের বাদ দিয়ে ঠিকাদারের মাধ্যমে জনবল নিয়োগের আদেশ বাতিল করতে হবে। এ ব্যাপারে টঙ্গী রেলওয়ের ভারপ্রাপ্ত মাস্টার রাকিবুর রহমানের সঙ্গে যোগাযোগ করলে রেল চলাচল বন্ধ থাকার বিষয়টি নিশ্চিত করেন। তবে পরে রেল চলাচল স্বাভাবিক হয়।

 

সর্বশেষ খবর