মঙ্গলবার, ৫ জুলাই, ২০২২ ০০:০০ টা
বাংলাদেশ প্রতিদিনে সংবাদের জের

হোজির নদীর বাঁধ অপসারণ শুরু

বাগেরহাট প্রতিনিধি

হোজির নদীর বাঁধ অপসারণ শুরু

বাগেরহাট সদর উপজেলার ‘হোজির নদী’ দখল করে মাছ চাষে স্থানীয় আওয়ামী লীগ নেতাদের দেওয়া অবৈধ বাঁধ ও নেটপাটা অপসারণ শুরু করেছে প্রশাসন। গতকাল দুপুরে বাগেরহাট সদরের ইউএনও মুহাম্মদ মুছাব্বেরুল ইসলামের নেতৃত্বে হোজির ব্রীজের নিচের বাঁধ অপসারণ শুরু হয়। পর্যায়ক্রমে এই নদীর সব বাঁধ ও নেটপাটা অপসারণ করা হবে বলে জানান ইউএনও। গত ৩ জুলাই বাংলাদেশ প্রতিদিনে ‘নদীতে বাঁধ দিয়ে মাছ চাষ’ শিরোনামে সংবাদ প্রকাশ হয়। বাঁধ অপসারণকালে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা ফেরদাউস আনছারি, পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) প্রতিনিধি, জেলা পুলিশের সদস্যসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। বাগেরহাট সদরের ইউএনও বলেন, বাংলাদেশ প্রতিদিনে সংবাদ প্রকাশের পর হোজির ব্রিজের নিচে দেওয়া একটি বাঁধ অপসারণ করা হয়েছে। এই নদীর অন্যান্য স্থানে বাঁধ ও  নেটপাটা অপসারণের কাজ চলছে। এছাড়া ভবিষ্যতে কেউ যদি নদীতে বাঁধ দিয়ে মাছ চাষ করতে চায় তাহলে তাদের আইনের আওতায় আনা হবে। এদিকে দীর্ঘদিন পরে হোজির নদীর বাঁধ অবমুক্ত হওয়ায় খুশি স্থানীয়রা।

তারা জানান, দীর্ঘদিন ধরে এই নদীটিতে বাঁধ দিয়ে স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা মাছ চাষ করতেন। এই নদীর পানি ব্যবহার করা হত নেতাদের মাছচাষীদের সুবিধার্থে। সংবাদ প্রকাশের পর প্রশাসন এখন বাঁধ অপসারনে তৎপর হওয়ায় তারা বাংলাদেশ প্রতিদিনকে ধন্যবাদ জানান।

সর্বশেষ খবর