বুধবার, ৬ জুলাই, ২০২২ ০০:০০ টা

খানসামায় ফলের মেলা

দিনাজপুর প্রতিনিধি

খানসামায় ফলের মেলা

ফলের এ মৌসুমে গ্রামবাংলার ঐতিহ্যবাহী বিভিন্ন ফলের সমারোহ নিয়ে দিনাজপুরের খানসামায় বসেছে ফলের মেলা। মেলায়, বিভিন্ন প্রজাতির আম, জামরুল, কদবেলসহ বিভিন্ন ফল স্থান পায় এই মেলায়। মেলায় শিশু ছাড়াও বিভিন্ন বয়সী মানুষের ভিড় লক্ষণীয় ছিল। গতকাল দুপুরে ‘বছরব্যাপী ফল চাষে, অর্থ পুষ্টি দুইই আসে’ এ স্লোগানে কৃষি সম্প্রসারণ অধিদফতরের আয়োজনে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে দিনাজপুরের খানসামা উপজেলায় তিন দিনব্যাপী ফলমেলার উদ্বোধন করা হয়েছে। ফিতা কেটে বিভিন্ন সমারোহের ফলমেলার উদ্বোধন করেন খানসামা উপজেলা পরিষদের চেয়ারম্যান সফিউল আযম চৌধুরী লায়ন ও ইউএনও রাশিদা আক্তার। এ সময় খানসামা উপজেলা কৃষি কর্মকর্তা বাসুদেব রায়, মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা পারভীন, অতিরিক্ত কৃষি কর্মকর্তা ইয়াসমিন আক্তার, খানসামা ডিগ্রি কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মো. সাইফুল ইসলামসহ বিভিন্ন দফতরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর