বুধবার, ৬ জুলাই, ২০২২ ০০:০০ টা
সংক্ষিপ্ত

বসুন্ধরা গ্রুপের সহায়তায় সেলাই মেশিন পেলেন দোলে বেগম

নওগাঁ প্রতিনিধি

‘হ্যামি বসুন্ধরা মালিকের জুন্যে দুই হাত তুলে দোয়া করোছি। তিনি য্যান হামার মতো আরও ম্যানষেক সাহায্য করতে পারিন।’ কথাগুলো বলছিলেন ডায়াবেটিস রোগে ইনফেকশনজনিত কারণে একটি পা হারানো বিধবা দোলে বেগম। নওগাঁর প্রত্যন্ত নিভৃত এলাকার অন্যের জমিতে টিনের ছাপরা ঘরে এক মেয়েকে নিয়ে বসবাস করেন তিনি। চাতালের বস্তা শেলাই করে যা পান তা দিয়ে চলে মা-মেয়ের রুটি-রুজি। বিষয়টি নজরে এলে বসুন্ধরা গ্রুপের সহায়তায় কালের কণ্ঠ শুভসংঘ নওগাঁ জেলা শাখা দোলে বেগমকে একটি সেলাই মেশিন উপহার দেয়। গতকাল বিকালে নওগাঁ কালিতলা মহল্লার ডিলারপাড়ায় দোলে বেগমের বাড়িতে গিয়ে তার হাতে শেলাই মেশিন তুলে দেন ডিপ্লোমা কৃষিবিদ ইনস্টিটিউশন নওগাঁ জেলা শাখার সভাপতি আবুল কালাম আজাদ। এ সময় উপস্থিত ছিলেন শুভসংঘের লাবণী রানী সরকার, আকরামুল ইসলাম, তানিয়া ফেরদৌসী প্রমুখ।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর