বুধবার, ৬ জুলাই, ২০২২ ০০:০০ টা

চেয়ারম্যানের বিরুদ্ধে ভিজিডির চাল আত্মসাতের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক, বগুড়া

সারিয়াকান্দি উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও কাজলা ইউনিয়নের ইউপি চেয়ারম্যান অধ্যক্ষ রফিকুল ইসলামের বিরুদ্ধে ভিজিডি কার্ডের চাল আত্মসাতের অভিযোগ উঠেছে। এ বিষয়ে বিভিন্ন দফতরে অভিযোগ দিয়েছেন ভুক্তভোগীরা। ১৮ মাস পর উপকারভোগীরা জানতে পারেন তাদের নামে ভিজিডি কার্ড আছে। অভিযোগ সূত্রে জানা গেছে,  উপজেলার কাজলা ইউপির চেয়ারম্যান রফিকুল ইসলাম প্রায় অর্ধশতাধিক গরিবের ভিজিডি কার্ডের চাল আত্মসাৎ করেছেন।

ভিজিডি কার্ডের উপকারভোগীদের নামে প্রতি মাসে ৩০ কেজি করে চাল উত্তোলন করা হয়েছে। কিন্তু ভিজিডি কার্ডের বিষয়ে কিছুই জানেন না কার্ডের উপকারভোগীরা। তাদের কাছে হস্তান্তর করা হয়নি কার্ড।  

তারা শুধু এটা জানেন যে, ভিজিডি কার্ডের জন্য তারা তাদের ছবিসহ প্রয়োজনীয় কাগজপত্র স্থানীয় জনপ্রতিনিধির কাছে হস্তান্তর করেছিলেন। উপজেলার কাজলা ইউপির টেংরাকুড়া গ্রামের কয়েকজন ভুক্তভোগী এ বিষয়ে গতকাল সকালে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে লিখিত অভিযোগ জমা দিয়েছেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর