বৃহস্পতিবার, ৭ জুলাই, ২০২২ ০০:০০ টা

ক্যাটল ট্রেনের যাত্রা শুরু

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জ রেলস্টেশন থেকে ক্যাটল স্পেশাল ট্রেন ছেড়ে গেছে। গতকাল বিকালে চারটি ওয়াগনে ১৮টি গরু ও চারটি ছাগল নিয়ে এই ট্রেনের যাত্রা শুরু হয়েছে। উদ্বোধন করেন সদর উপজেলা পশুসম্পদ কর্মকর্তা ডা. মোস্তাফিজুর রহমান ও চাঁপাইনবাবগঞ্জ স্টেশন মাস্টার শহীদুল ইসলাম। এ সময় পশু ব্যবসায়ীসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। চাঁপাইনবাবগঞ্জ রেলস্টেশন মাস্টার শহীদুল ইসলাম জানান, চাঁপাইনবাবগঞ্জ-ঢাকা-চাঁপাইনবাবগঞ্জ রুটে স্পেশাল ক্যাটল ট্রেন বিকাল সাড়ে ৪টায় চাঁপাইনবাবগঞ্জ থেকে ছেড়ে আমনুরা বাইপাস, কাঁকনহাট, রাজশাহী, চাটমোহর, উল্লাপাড়া, বঙ্গবন্ধু সেতু পশ্চিম হয়ে রাজধানীর তেজগাঁও স্টেশনে পৌঁছাবে রাত ৩টা ৪৫ মিনিটে।

সর্বশেষ খবর