শনিবার, ৯ জুলাই, ২০২২ ০০:০০ টা

ঘরমুখো মানুষের চরম ভোগান্তি লঞ্চঘাটে

লক্ষ্মীপুর প্রতিনিধি

ঘরমুখো মানুষের চরম ভোগান্তি লঞ্চঘাটে

ঈদুল আজহাকে ঘিরে ঘরমুখো হাজার হাজার মানুষ লক্ষ্মীপুর লঞ্চ ঘাটে এসে চরম ভোগান্তির শিকার হচ্ছেন। ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও লঞ্চে উঠতে পারছে না বহু মানুষ। অনেকে আবার ঝুঁকি নিয়ে ট্রলার কিংবা স্পিডবোটেও বাড়ি ফিরছেন। চাহিদার তুলনায় লঞ্চ না থাকা আর কর্তৃপক্ষের অব্যবস্থাপনায় ভোগান্তি আরও বেড়েছে বলে জানান যাত্রী সাধারণ। স্থানীয় প্রশাসন বলছে, বিষয়টি দেখছেন তারা। জানা যায়, পরিবারের সঙ্গে ঈদ আনন্দ ভাগাভাগি করতে ঢাকা ও চট্টগ্রামসহ দেশের বিভিন্ন অঞ্চল থেকে যানবাহনে করে লক্ষ্মীপুর মজু চৌধুরীরহাট লঞ্চ ঘাটে আসতে শুরু করেছে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলার মানুষ। এতে লঞ্চঘাটে নারী-শিশুসহ বিভিন্ন এলাকার কর্মজীবীদের উপচেপড়া ভিড় শুরু হয়েছে। এসব মানুষের নিরাপদ যাত্রা নিশ্চিত করতে ছয়টি লঞ্চ সার্ভিস চালু রাখা হয়েছে এখানে। নাড়ির টানে বাড়ি ফিরতে এখন ঘাট এলাকায় যেন তিল ধারনের ঠাঁই নেই। বেশ কয়েকজন অপেক্ষমাণ যাত্রীর সঙ্গে আলাপকালে তারা জানান, বাড়ি ফেরার জন্য ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও কাক্সিক্ষত লঞ্চ কিংবা বাহন পাচ্ছে না। চাহিদার তুলনায় কম লঞ্চ থাকায় জটলা কমছে না এ ঘাটে। এ ছাড়া সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অব্যবস্থাপনায় ঘরমুখো এসব মানুষের ভোগান্তি আরও বেড়েছে বলে জানান তারা। এদিকে গতকাল দিনভর অতিরিক্ত মানুষের চাপে দায়িত্বপ্রাপ্ত কোস্টগার্ড ও পুলিশ সদস্যদের হিমশিম খেতে দেখা গেছে।

সর্বশেষ খবর