শনিবার, ৯ জুলাই, ২০২২ ০০:০০ টা

কারখানার তরলবর্জ্যে বিষাক্ত পরিবেশ

আফজাল, টঙ্গী

কারখানার তরলবর্জ্যে বিষাক্ত পরিবেশ

গাজীপুরের বিভিন্ন এলাকায় গড়ে ওঠা কারখানার বিষাক্ত তরলবর্জ্য ও ময়লা-আবর্জনায় দূষণ হচ্ছে পরিবেশ। কারখানার বিষাক্ত তরলবর্জ্য কৃষি জমি, খাল ও নদে নির্গত হওয়া এবং যেখানে সেখানে ময়লা-আবর্জনা ফেলায় জীববৈচিত্র্যের ক্ষতির সম্মুখীন হচ্ছে। বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন অনুযায়ী পরিবেশ ছাড়পত্র ছাড়া কোনো এলাকায় শিল্প-প্রতিষ্ঠান স্থাপন করা যাবে না। আইন না মেনে শত শত মালিক নামে-বেনামে প্রতিষ্ঠান গড়ে তুলেছেন। সরেজমিন ঘুরে জানা যায়, টঙ্গীতে কারখানার বিষাক্ত তরলবর্জ্য ও ময়লা-আবর্জনায় দূষণ হচ্ছে পরিবেশ। শিল্পনগরী টঙ্গী বিসিক, আরিচপুর মিরেশপাড়া, পাগাড়, গোপালপুর, সিলমুন, মরকৃন, দেওড়া, মুদাফা, গাজীপুরাসহ বিভিন্ন এলাকায় শত শত কারখানায় নেই (ইটিপি) বর্জ্য শোধনাগার। অনেক কারখানায় ইটিপি থাকলেও ব্যবহার হচ্ছে না। অবৈধভাবে বাইপাস লাইনের মাধ্যমে তরলবর্জ্য নদে নির্গত হচ্ছে। আবার কেউ কেউ ইটিপি স্থাপনের নামে বছরের পর বছর ধরে কালক্ষেপণ করেছেন। টঙ্গী বাজার এলাকার এক ব্যবসায়ী ও স্থানীয় বাসিন্দা ফয়সাল আহম্মেদ সজীব বলেন, ওয়াশিং, ডায়িং, ওষুধ ও ক্যামিকেল কারখানার বিষাক্ত তরলবর্জ্য তুরাগ নদে ফেলার কারণে পানি ব্যবহার-তো দূরের কথা পানিতে নামাই কঠিন, পানিতে নামলে বিভিন্ন রোগে আক্রান্ত হতে হয়। এ ব্যাপারে গাজীপুর পরিবেশ অধিদফতরের উপ-পরিচালক মো. নয়ন বলেন, যেসব প্রতিষ্ঠানে ইটিপি নেই তাদের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।

সর্বশেষ খবর