শনিবার, ৯ জুলাই, ২০২২ ০০:০০ টা

৯৯৯-এ ফোন কলে সরকারি চাল জব্দ

কিশোরগঞ্জ প্রতিনিধি

কিশোরগঞ্জের কটিয়াদীতে ৯৯৯-এ ফোন পেয়ে সরকারি ৪৭ বস্তা চালসহ দুজনকে আটক করেছে পুলিশ। ভিজিএফ-এর বস্তা পরিবর্তন করে সাধারণ বস্তায় ভরে চালগুলো পাচার করা হচ্ছিল বলে জানা গেছে। গতকাল ভোর ৪টার দিকে চান্দপুর ইউনিয়নের মানিকখালী এলাকায় একটি লরি টাক্টর থেকে চালের বস্তাগুলো জব্দ করে পুলিশ। এ সময় লরির চালক ও হেলপারকে আটক করা হয়। আটক দুজন হলেন লরির চালক মজিবুর রহমান (৩০) ও হেলপার হারুন মিয়া (৩২)। কটিয়াদী থানার ওসি এস এম শাহাদাত হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, আজ ভোরে স্থানীয়দের মাধ্যমে ৯৯৯-এ একটি ফোন আসে। পরে সেই তথ্যের ভিত্তিতে সেখানে গিয়ে ঘটনার সত্যতা পাওয়ায় লরিটি জব্দ করা হয়। লরিটির চালক ও হেলপারের বরাত দিয়ে তিনি জানান, চালগুলো চান্দপুর ইউনিয়ন পরিষদ থেকে আনা হয়েছে।

 তারা সেগুলো হোসেনপুরে নিয়ে যেতে চেয়েছিলেন। চান্দপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মাহফুজুর রহমান বলেন, আমার ইউনিয়নে ৫ হাজার ৬০০ পরিবারের মাঝে ভিজিএফ-এর চাল বিতরণ করা হয়েছে। গতকাল (বৃহস্পতিবার) ইউনিয়ন পরিষদ চত্বরে ইউএনও এবং ট্যাগ অফিসারের উপস্থিতিতে চালগুলো বিতরণ করা হয়। চাল জব্দের বিষয়টি শুনেছেন উল্লেখ করে তিনি বলেন, এমন অনেক সুবিধাভোগী আছেন যারা তাদের চাল বিক্রি করে দেন। এমনও হতে পারে ব্যাপারীরা খুঁজে খুঁজে সুবিধাভোগীদের চাল ক্রয় করে থাকতে পারেন। কটিয়াদী উপজেলা নির্বাহী কর্মকর্তা জ্যোতিশ্বর পাল পুলিশের মাধ্যমে বিষয়টি জেনেছেন উল্লেখ করে বলেন, এ বিষয়ে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

সর্বশেষ খবর