শনিবার, ৯ জুলাই, ২০২২ ০০:০০ টা

অবৈধ ড্রেজিংয়ে হুমকিতে জমি

মুন্সীগঞ্জ প্রতিনিধি

একদিকে ফেলা হচ্ছে জিও ব্যাগ, অপরদিকে চলছে অবৈধ ড্রেজিং, ভাঙছে পদ্মার তীর, হুমকির মুখে শত শত একর কৃষিজমি ও বসতবাড়ি। এমন সব কা  চলছে মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলার দিঘিরপাড় ও কামারখাড়া ইউনিয়নের পদ্মা নদীতে। সেখানে প্রতিদিন তিনটি কাটার যন্ত্র ড্রেজার দিয়ে অবৈধভাবে বালু তুলে যাচ্ছে বালুদস্যু চক্র। তাদের ভয়ে মুখ খুলতে পারছে না স্থানীয়রা। এতে করে পদ্মা নদীর তীরবর্তী গ্রামগুলোতে তীব্র ভাঙন দেখা দিয়েছে। হুমকিতে রয়েছে ঐতিহ্যবাহী দিঘিরপাড় বাজার।  সরেজমিন দেখা গেছে, দিঘিরপাড় বাজার ও নদীর তীরবর্তী গ্রামগুলো রক্ষায় জিও ব্যাগ ফেলছে পানি উন্নয়ন বোর্ড। তার ঠিক এক কিলোমিটারের মধ্যে কামারখাড়া ও দিঘিরপাড় ইউনিয়নের সরিষা বন, বাঘবাড়ি চৌসার, ছতাকসহ পদ্মা নদীর বিভিন্ন পয়েন্টে চলছে অবৈধ ড্রেজিং। এতে করে পদ্মার দুই পাড়ে তীব্র ভাঙনের সৃষ্টি হয়েছে।

হুমকিতে পড়েছে শত শত একর কৃষিজমি, বাড়িঘরসহ ঐতিহ্যবাহী দিঘিরপাড় বাজার।

বালুদস্যুরা প্রভাবশালী হওয়ায় ভয়ে কেউ প্রতিবাদও করতে পারছে না বলে অভিযোগ স্থানীয়দের। নাম প্রকাশ না করার শর্তে স্থানীয়রা জানান, দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে আওয়ামী লীগ থেকে বহিষ্কৃত ও এ জেলার এক উপজেলা চেয়ারম্যানের দুই ছেলে এসবের সঙ্গে জড়িত। সেই ক্ষমতাকে পুঁজি করে পদ্মা নদীতে ড্রেজিং চালিয়ে যাচ্ছে তাদের লোকজন। তাদের ভয়ে কেউ প্রতিবাদ তো দূরের কথা, একটু শব্দও করতে পারে না। ফলে নদী ভাঙনে কৃষিজমি ও বসতভিটা হারানো নির্মম দৃশ্য দেখা ছাড়া কোনো উপায় নেই। বাল্কহেড শ্রমিক আবদুল হালিম বলেন, গত একমাসে পদ্মা নদী থেকে বালু কিনে বিভিন্ন জায়গায় বিক্রি করছি। দিনে একটি বা দুটি টিপ মারতে পারি। প্রতিদিন এখন থেকে ১৫ থেকে ২০টা বাল্কহেড বলুভর্তি করে নেওয়া হয়। তবে বালু কাটা বৈধ কি না জানা নেই এবং যারা ড্রেজার দিয়ে মাটি কাটছে তাদের নাম জানি না। ড্রেজিংয়ের বিষয়ে জানা নেই বলে পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারী প্রকৌশলী মো. ফারুক আল মামুন বলেন, ভাঙন রোধে নদীর তীরবর্তী এক কিলোমিটির এলাকায় বালুবর্তি জিও ব্যাগ ফেলা হচ্ছে। ইতোমধ্যেই ১ লাখ বালুবর্তি জিও ব্যাগ ফেলা হয়েছে। অবৈধ ড্রেজিংয়ের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে জানিয়ে টঙ্গিবাড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা রোমানা তানজিন অন্তরা বলেন, পদ্মা নদীর বিভিন্ন পয়েন্টে অবৈধ ড্রেজিংয়ের বিরুদ্ধে অভিযান চলছে। এ ছাড়া নদী ভাঙন রোধে কর্যকর ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সর্বশেষ খবর