শনিবার, ৯ জুলাই, ২০২২ ০০:০০ টা

পদ্মায় অবৈধ ড্রেজিং হুমকিতে বসতবাড়ি

মুন্সীগঞ্জ প্রতিনিধি

পদ্মায় অবৈধ ড্রেজিং হুমকিতে বসতবাড়ি

বাঁশের বেড়া ও বালুর বস্তা ফেলে ভাঙন প্রতিরোধের চেষ্টা স্থানীয়দের

একদিকে ফেলা হচ্ছে জিও ব্যাগ, অন্যদিকে চলছে অবৈধ ড্রেজিং। ফলে পদ্মার তীরে দেখা দিয়েছে ভাঙন। হুমকির মুখে পড়েছে মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলার দিঘিরপাড় ও কামারখাড়া ইউনিয়নের শত শত একর কৃষি জমি ও বসতবাড়ি। নদীর ওই স্থানে প্রতিদিন তিনটি ড্রেজার দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করছেন প্রভাবশালীরা। এতে নদী-তীরবর্তী গ্রামে ভাঙন তীব্র হয়েছে। হুমকিতে রয়েছে টঙ্গিবাড়ীর ঐতিহ্যবাহী দিঘিরপাড় বাজার। সরেজমিন ঘুরে দেখা যায়, দিঘিরপাড় বাজার ও নদীতীরের গ্রাম রক্ষায় জিও ব্যাগ ফেলছে পানি উন্নয়ন বোর্ড-পাউবো। তার ঠিক এক কিলোমিটারের মধ্যে কামারখাড়া ও দিঘিরপাড় ইউনিয়নের সরিষা বন, বাঘবাড়ি চৌসার, ছতাকসহ বিভিন্ন পয়েন্টে চলছে অবৈধ ড্রেজিং। এতে পদ্মার দুই পাড়ে তীব্র ভাঙন সৃষ্টি হয়েছে। স্থানীয়রা জানান, রাত-দিন ২৪ ঘণ্টা পদ্মা নদী থেকে বালু তোলা হচ্ছে। জড়িতরা প্রভাবশালী হওয়ায় কেউ প্রতিবাদ করার সাহস পাচ্ছে না না। ফলে কৃষি জমি ও বসতভিটা হারানোর নির্মম দৃশ্য দেখা ছাড়া উপায় নেই। বালু তোলার অভিযোগ অস্বীকার করে স্থানীয় ইউপি চেয়ারম্যান লুৎফর রহমান খুকু বলেন, যদি আমার ড্রেজার হয়ে থাকে প্রশাসন ব্যবস্থা নিক। মানুষের ক্ষতি করা বা অবৈধভাবে বালু কাটার জন্য চেয়ারম্যান হইনি। চেয়ারম্যান হয়েছি মানুষকে সেবা দেওয়ার জন্য। একটি মহল ড্রেজিংয়ের সঙ্গে আমাদের পরিবারকে জড়িয়ে গুজব ছড়াচ্ছে। টঙ্গিবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রোমানা তানজ্বিন অন্তরা বলেন, পদ্মা নদীর বিভিন্ন পয়েন্টে অবৈধ ড্রেজিংয়ের বিরুদ্ধে অভিযান চলছে। এ ছাড়া নদীভাঙন রোধে কার্যকর ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সর্বশেষ খবর