শুক্রবার, ১৫ জুলাই, ২০২২ ০০:০০ টা

৫০-এর জনবল দিয়ে চলছে ২৫০ শয্যার হাসপাতাল

জুন্নু রায়হান, ভোলা

৫০-এর জনবল দিয়ে চলছে ২৫০ শয্যার হাসপাতাল

৫০ শয্যার জনবল আর ১০০-এর অবকাঠামো নিয়ে চলছে ভোলা ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল। চরম ভোগান্তির শিকার ভর্তি রোগীরা। হাসপাতালে রোগীর বিছানায় ঘুমায় বিড়াল। রোগীর জ্বর মাপার জন্য পাওয়া যায় না একটি থার্মোমিটার। নার্সের পরিবর্তে রোগীদের সেবা দেন পরিচ্ছন্নতা কর্মীরা! তিন বছর আগে নির্মাণকাজ শেষ হলেও প্রশাসনিক জটিলতার কারণে ২৫০ শয্যা হাসপাতালের নবনির্মিত আট তলা ভবনটি চালু হয়নি। ১০০ শয্যার পুরনো জরাজীর্ণ ভবনেই চলছে চিকিৎসাসেবা। শয্যা সংকটের কারণে ফ্লোরেও থাকতে হচ্ছে রোগীদের। জানা যায়, ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ৫৮ চিকিৎসক পদ রয়েছে। এর মধ্যে সিনিয়র কনসালট্যান্ট ছয়জন, জুনিয়র কনসালট্যান্ট সাতজন, অ্যানেসথেটিস্ট চারজন, ইমারজেন্সি মেডিকেল অফিসার তিনজন, মেডিকেল অফিসার চারজনসহ ৪১ জনের পদই খালি। কাগজে কলমে কর্মরত আছেন ১৭ জন চিকিৎসক। বাস্তবে ১০ জনও নিয়মিত কর্মস্থলে থাকেন না বলে অভিযোগ রোগীদের। সংশ্লিষ্ট সূত্র জানান, ২০১৯ সালের জুলাইয়ে হাসপাতালের নতুন ভবনটি কর্তৃপক্ষে হস্তান্তর করে গণপূর্ত অধিদফতর। ২৫০ শয্যাবিশিষ্ট ওই ভবনে আইসিইউ, সেন্ট্রাল অক্সিজেন, মেডিকেল গ্যাস সিস্টেম, লিফট, সিসি ক্যামেরাসহ রয়েছে সব আধুনিক সুবিধা। গত তিন বছরেও ভবনটি আনুষ্ঠানিকভাবে চালু হয়নি। তাই ১০০ শয্যার হাসপাতালের পুরনো ভবনেই চলছে চিকিৎসা। পুরনো ভবনে রোগীরা সিট পাচ্ছেন না। বাধ্য হয়ে মেঝেতে থাকতে হয় তাদের। হাসপাতালের অধিকাংশ ওয়ার্ডের টয়লেট ব্যবহারের প্রায় অযোগ্য। জানা যায়, সকাল ৮টা থেকে আড়াইটা পর্যন্ত চিকিৎসকদের হাসপাতালে থাকার নিয়ম থাকলেও কয়েকজন সিনিয়র চিকিৎসক বেলা ১১টায় এসে ১টার আগেই চলে যান। গতকাল দুপুর ১২টার দিকে সদর হাসপাতালে গিয়ে দেখা যায় তত্ত্বাবধায়ক ডা. লোকমান হাকিমের অফিসে তালা ঝুলছে। মোবাইল ফোনে তিনি জানান, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে ছুটির আবেদন করেছেন। কিন্তু ছুটি পাননি। অসুস্থ থাকায় ঢাকায় যাচ্ছেন। তিনি বলেন, হাসপাতালের স্টকে পর্যাপ্ত থার্মোমিটার রয়েছে। ওয়ার্ডে যে থার্মোমিটার নেই তা তাকে জানানো হয়নি। বরিশাল স্বাস্থ্য বিভাগের পরিচালক ডা. হুমায়ুন শাহিন খান বলেন, হাসপাতালে সবাইকে বাধ্যতামূলক বায়োমেট্রিক হাজিরা দিতে হবে। ভোলা সদর হাসপাতালের বিষয়টি খোঁজ নিয়ে দেখবেন বলে জানান তিনি।

সর্বশেষ খবর