শনিবার, ১৬ জুলাই, ২০২২ ০০:০০ টা

বাস ভাড়ায় নৈরাজ্য

শেরপুর প্রতিনিধি

দেশের বিভিন্ন স্থান থেকে শেরপুরে ঈদ করতে আসা মানুষদের কর্মস্থলে ফিরতে গুণতে হচ্ছে দ্বিগুণ ভাড়া। পরিবহন সংশ্লিষ্ট কেউ নিয়ম মানছেন না এমন অভিযোগ যাত্রীদের। জেলায় দূরপাল্লার বাসভাড়া আদায়ে চলছে নৈরাজ্য।

কয়েকজন যাত্রী গত বৃহস্পতিবার জানান, ঈদ উপলক্ষে তারা তিন গুণ ভাড়া দিয়ে বাড়ি এসেছিলেন। এখন গন্তব্যে ফিরতে ঈদের চার দিন পরও গুনতে হচ্ছে দ্বিগুণ ভাড়া। শেরপুর থেকে রাজধানী ঢাকাসহ দেশের যে কোনো স্থানে যেতে আগের চেয়ে বেশি ভাড়া আদায় করা হচ্ছে। ফলে বিপাকে পড়েছেন সাধারণ যাত্রীরা। বিশেষ করে নিম্নআয়ের মানুষ ক্ষোভ প্রকাশ করেছেন। একজন বাসমালিক বলেন, তেল ও গাড়ির যন্ত্রাংশের দাম বেড়েছে। এখন অর্ধেক যাত্রী নিয়ে ঢাকা গিয়ে আবার খালি আসতে হচ্ছে। তবুও সেবা যেহেতু দিতে হবে তাই কিছু বেশি না নিলে যাওয়া-আসায় পোষাবে না।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর