শিরোনাম
শনিবার, ১৬ জুলাই, ২০২২ ০০:০০ টা

জনবল সংকটে স্বাস্থ্য কমপ্লেক্স, অচল এক্স-রে মেশিন

লালমনিরহাট প্রতিনিধি

৫০ শয্যার কালীগঞ্জ উপজেলায় হাসপাতাল। আছে তিন তলা নতুন ভবন। চিকিৎসক সংকট ও প্রয়োজনীয় অনেক সরঞ্জাম না থাকায় কাক্সিক্ষত সেবাবঞ্চিত উপজেলাবাসী।

জানা যায়, ৫০ শয্যার কালীগঞ্জের উপজেলায় স্বাস্থ্য কমপ্লেক্সে ২৯ জন চিকিৎসক থাকার কথা থাকলেও বর্তমানে কর্মরত আছে মাত্র ১৩ জন। নেই সেল কাউন্টার মেশিন, নেবুলাইজার। প্রায় ১৬ বছর ধরে অচল এক্স-রে মেশিন। সূত্র জানায়, নতুন ভবন ও কিছু সরঞ্জাম যোগ হওয়ায় আগের চেয়ে কিছুটা সেবা মিললেও একটি সিজারয়ান অপারেশেনের জন্য এখানকার মানুষকে যেতে হচ্ছে লালমনিরহাট শহর বা রংপুরে। কালীগঞ্জ থেকে লালমনিরহাট শহর ৪০ এবং রংপুরের দূরত্ব প্রায় ৫০ কিলোমিটার। ফলে অনেক ঝুঁকি ও সময় নষ্ট হয় রোগীদের। হাসপাতালের প্রশাসনিক শাখার তথ্য অনুযায়ী, সম্প্রতিক সময়ে মেডিসিন ও অন্য সুবিধা পেলেও শুরু থেকেই রয়েছে চিকিৎসক সংকট। সেবার মান বৃদ্ধিও জন্য ২৯ জন চিকিৎসক চেয়ে চাহিদাপত্র পাঠিয়েছিল কর্তৃপক্ষ। এখনো নতুন করে কেউ যোগদান করেননি। স্বাস্থ্যসেবার দূরবস্থার কথা স্বীকার করে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. দেবব্রত কুমার রায় অজয় বলেন, ‘আমরা হিমশিম খাচ্ছি। কভিড আক্রান্তের সংখ্যা বেড়ে যাওয়ায় পরিস্থিতি মারাত্মক আকার ধারণ করেছে।’ তিনি আরও বলেন, চিকিৎসক চেয়ে আমরা বারবার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে চাহিদা দিচ্ছি। তারা শুধু আশ্বাস দিচ্ছেন। কোনো রোগীর উন্নত চিকিৎসার জন্য লালমনিরহাট অথবা রংপুর পাঠাতে হচ্ছে।

সর্বশেষ খবর