শনিবার, ১৬ জুলাই, ২০২২ ০০:০০ টা

কভিড সনদ জাল করে টাকা আত্মসাৎ

বেনাপোল প্রতিনিধি

যশোরের বেনাপোল চেকপোস্টে গড়ে ওঠা একটি চক্র দীর্ঘদিন ধরে সরকারের ভ্রমণ করের এবং করোনা সনদ জাল করে পাসপোর্ট যাত্রীদের কাছ থেকে লাখ লাখ টাকা আত্মসাৎ করছে। কাস্টমস কর্তৃপক্ষ ওই চক্রের নয়জনের বিরুদ্ধে বৃহস্পতিবার রাতে বেনাপোল পোর্ট থানায় মামলা করে। পুলিশ গতকাল সকালে জসিম উদ্দীন নামে একজনকে আটক করে। তিনি স্থানীয় বড় আচড়া গ্রামের আবদুল হাইয়ের ছেলে। অন্য আসামিরা পলাতক রয়েছেন।

বেনাপোল বন্দরের উপ-পরিচালক মামুন কবির তরফদার বলেন, একটি চক্র যাত্রীদের সঙ্গে প্রতারণা করে সরকারের ভ্রমণ কর ও করোনা সার্টিফিকেট জাল করে লাখ লাখ টাকার রাজস্ব ফাঁকি দিয়ে আসছে। বেনাপোল চেকপোস্টে গড়ে ওঠা কম্পিউটারে দোকানে এসব জাল ভ্রমণ কর ও করোনা সার্টিফিকেট তৈরি করা হয়। কাস্টমস কমিশনার আজিজুর রহমানের নির্দেশে সহকারী রাজস্ব কর্মকর্তা নাজমুল হোসেন জাল-জালিয়াতির ঘটনায় নয়জনকে আসামি করে মামলা দায়ের করেন। কাস্টম হাউসের জয়েন্ট কমিশনার আবদুর রশীদ মিয়া বলেন, বৃহস্পতিবার বিকালে জালিয়াতির ঘটনা ধরে ফেলেন কাস্টমস কর্মকর্তারা। পাসপোর্ট যাত্রীদের প্রতারণা থেকে বাঁচাতে কাস্টমস ও ইমিগ্রেশনে দালাল, লেবার উচ্ছেদ করা হয়েছে। পোর্ট থানার ওসি কামাল হোসেন ভুঁইয়া বলেন, কাস্টমস কর্তৃপক্ষ জালিয়াত চক্রের নয়জনের বিরুদ্ধে মামলা করেছে। শুক্রবার জসিম উদ্দীন নামে একজনকে আটক করা হয়েছে। অন্যদের ধরতে অভিযান চলছে।

সর্বশেষ খবর