শনিবার, ১৬ জুলাই, ২০২২ ০০:০০ টা
সংক্ষিপ্ত

উখিয়ায় দেশের প্রথম ডিজিটাল ভিলেজ সেন্টার

কক্সবাজার ও উখিয়া প্রতিনিধি

কক্সবাজারের উখিয়ার রত্নাপালং ইউনিয়নের তুলাতলী গ্রামে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) আয়োজনে দেশের প্রথম ডিজিটাল ভিলেজ সেন্টার উদ্বোধন করা হয়েছে গতকাল। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। নাসিম আহমদের সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন এসনোভ বাকনোদুর, আশীষ রঞ্জন নাথ, আনির চৌধুরী প্রমুখ।  প্রতিমন্ত্রী বলেন, মাত্র ১৩ বছরের ব্যবধানে একটি দরিদ্র স্বল্পোন্নত দেশকে উন্নয়নশীল প্রযুক্তিনির্ভর ডিজিটালে রূপান্তর করেছেন জাতির জনকের কন্যা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। যার সততা সাহসিকতা এবং দূরদর্শিতার ফলে প্রতিটি গ্রামের নাগরিক শহরের নাগরিক সেবা পাচ্ছেন।

সর্বশেষ খবর