শনিবার, ১৬ জুলাই, ২০২২ ০০:০০ টা

সেতু নির্মাণে ধীরগতি, মানুষের দুর্ভোগ

হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি

সেতুর কাজে ধীর গতির কারণে চলাচলে দুর্ভোগ পোহাচ্ছেন দুই উপজেলার মানুষ। বিকল্প পথে ১৫ কিলোমিটার পথ ঘুরে প্রতিদিন চলাচল করছে শত শত বাস ও ট্রাক। সূত্র জানায়, সোহেনপুর উপজেলায় কাওনা সেতুর কাজ পায় ঠিকাদারি প্রতিষ্ঠান এস আলম। উপজেলার হাজিপুর-গোবিন্দপুর সড়কের ১০ কিলোমিটার রাস্তা খনন করে দুই বছর ধরে ফেলে রেখেছেন বলে স্থানীয় লোকজন জানিয়েছেন। উপজেলা প্রকৌশল অধিদফতর সূত্রে জানা যায়, নরসুন্ধা নদের ওপর ৩৭৮০ মিটার চেইনেজে ৪০ মিটার দৈর্ঘ্যরে পিসি গার্ডার ব্রিজের নির্মাণ কাজের জন্য গত বছরের ১১ ফেব্রুয়ারি সাব-কন্টাক্ট হিসেবে কিশোরগঞ্জের এস আলম চুক্তিবদ্ধ হয়। কাজ শেষ হওয়ার কথা ছিল চলতি বছরের ৩০ মে। কাজ শুরু করে দুটি গার্ডার নির্মাণের পর ফেলে রাখে সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠান। ফলে বাস ও ট্রাক প্রায় ১৫ কিলোমিটার ঘুরে বিকল্প রাস্তায় চলাচল করছে। এসে সময় ও জ্বালানি ব্যয় বেড়েছে। কিশোরগঞ্জ জেলা প্রকৌশল অধিদফতরের নির্বাহী প্রকৌশলী আমিরুল ইসলাম জানান, ঠিকাদারি প্রতিষ্ঠানকে চিঠি দেওয়া হয়েছে। দ্রুততম সময়ে কাজ সমাপ্ত না করলে চুক্তি বাতিল করা হবে।

সর্বশেষ খবর