রবিবার, ১৭ জুলাই, ২০২২ ০০:০০ টা
সংক্ষিপ্ত

কক্সবাজারকে স্মার্ট পর্যটন নগরী হিসেবে গড়ে তুলছে সরকার : পলক

কক্সবাজার প্রতিনিধি

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপি বলেছেন, কক্সবাজারকে আধুনিক ও স্মার্ট পর্যটন নগরী হিসেবে গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর। ২০২৫ সালের মধ্যে আইসিটি রপ্তানি ৫ বিলিয়ন ডলার এবং প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ মানবসম্পদ  তৈরির মাধ্যমে আইসিটি খাতে কর্মসংস্থান ৩০ লাখে উন্নীত করার লক্ষ্য নিয়ে কাজ করছে সরকার। প্রতিমন্ত্রী বলেন, প্রায় ১৫০ কোটি টাকা ব্যয়ে রামুর দক্ষিণ মিঠাছড়িতে ৮.০৭ একর জমিতে হাইটেক পার্ক স্থাপনের কাজ শেষ হলে এখানে প্রায় ৩ হাজার মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। এ ছাড়া প্রকল্পের আওতায় ১ হাজার জনকে প্রশিক্ষণ দেওয়া হবে। গতকাল কক্সবাজারে হাইটেক পার্কের ভিত্তিপ্রস্তর স্থাপন উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। সাইমুম সরওয়ার কমলের সভাপতিত্বে আলোচনা সভায় ডা. বিকর্ণ কুমার ঘোষ, এ কে এ এম ফজলুল হক, মামুনুর রশীদ, হাসানুজ্জামান বক্তব্য রাখেন।

সর্বশেষ খবর