মঙ্গলবার, ১৯ জুলাই, ২০২২ ০০:০০ টা

আম চুরির অভিযোগে চার কিশোরকে ২ লাখ টাকা জরিমানা

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

আম চুরির অভিযোগে সালিশি বৈঠক বসিয়ে চার কিশোরকে ২ লাখ ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ ছাড়া চুরির অপরাধে এক কিশোরকে হাত বেঁধে মারধরের পর প্রচন্ড রোদের মধ্যে বসিয়ে রেখে শাস্তি দেওয়া হয়। জানা গেছে, গত শনিবার রাতে আম চুরির অভিযোগে মো. মাহফুজ (১৬), মো. সম্রাট (১৪), মো. ইয়াকুব (১৯) ও  মো. মুজাহিদকে (১৩) আটক করে আমবাগান মালিক মো. কালু। পরে মান্নু মোড় আম সমিতিতে তাদের দড়ি দিয়ে বেঁধে আটকে রাখা হয় এবং পরের দিন রাতে বৈঠক বসিয়ে সমিতির সদস্য মো. রুস্তম আলী হাজিকে প্রধান করে ও সাবেক ইউনিয়ন পরিষদ মেম্বার ইব্রাহিম, সমিতির সাধারণ সম্পাদক মো. আবদুল খালেক, মো. গাজলুসহ অন্যদের সদস্য করে সালিশি কাজ শুরু করা হয়। পরে আম চুরির দায়ে চার কিশোরকে ২ লাখ ১০ হাজার টাকা জরিমানার ঘোষণা করেন। ঘোষণার পর তাৎক্ষণিক দুজনের কাছ থেকে ১০ হাজার করে ২০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এ ব্যাপারে সালিশি বৈঠকের প্রধান মো. ইব্রাহিম ও গাজলু ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এই নিয়ম পূর্বপ্রচলিত। কারণ এর আগেও এমন ঘটনা ঘটেছে।

এ ঘটনায় মো. ইয়াকুব নামে এক কিশোর জানায়, সে আম চুরি করেনি। যারা আম চুরি করেছে তারা তার কাছ থেকে নিয়ে যাওয়ায় তাকে তার বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে হাত বেঁধে পিটিয়েছে বিচারকরা। এ ছাড়া তাকে হাত বেঁধে রোদে বসিয়ে শাস্তি দিয়েছে এবং ৬০ হাজার টাকা জরিমানা করেছে। এর মধ্যে তাৎক্ষণিক ১০ হাজার টাকা দেওয়া হয়েছে এবং বাকি টাকা ১০ দিনের মধ্যে দেওয়ার সময় নেওয়া হয়েছে। এদিকে আইন হাতে তুলে নিয়ে আদালত বসিয়ে চার কিশোরের ওপর নির্যাতনের ঘটনায় এলাকায় চাপা উত্তেজনা বিরাজ করছে। এ ব্যাপারে ভোলাহাট থানার ওসি মাহবুবুর রহমান জানান, বিষয়টি তার জানা নেই, তবে কেউ অভিযোগ করলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

সর্বশেষ খবর