শনিবার, ২৩ জুলাই, ২০২২ ০০:০০ টা

টাঙ্গাইলে নৌকা তৈরির ধুম

টাঙ্গাইল প্রতিনিধি

টাঙ্গাইলে নৌকা তৈরির ধুম

টাঙ্গাইলের বিভিন্ন উপজেলায় নৌকা তৈরি ও বেচাকেনার ধুম পড়েছে। অনেকে পুরাতন নৌকা মেরামত করে চলাচলের উপযোগী করছেন। নৌকা তৈরির কারিগররা ব্যস্ত সময় পার করছেন। চলছে বর্ষাকাল। টাঙ্গাইল বিভিন্ন উপজেলায় শুরু হয়েছে বন্যা। এ কারণে চাহিদা বেড়েছে নৌকার। বর্ষার শুরু থেকে শেষ পর্যন্ত নদীবেষ্টিত এলাকার জেলেরা নৌকা দিয়ে রাতদিন মাছ শিকারে ব্যস্ত থাকেন। চরাঞ্চলের নিচু এলাকার বাসিন্দারা নৌকার মাধ্যমে পার হয়ে এক গ্রাম থেকে অন্য গ্রাম ও স্কুল, কলেজ, মাদ্রাসা, হাটবাজারে যান। নদীতীরবর্তী গ্রামগুলোতে নৌকার ব্যবহার হচ্ছে যুগ যুগ ধরে। নৌকা তৈরির দৃশ্য চোখে পড়ে বাসাইল, দেলদুয়ার, নাগরপুর, গোপালপুর, ভুঞাপুর, কালিহাতী ও টাঙ্গাইল সদর উপজেলার বিভিন্ন গ্রামে।

সর্বশেষ খবর