শনিবার, ২৩ জুলাই, ২০২২ ০০:০০ টা

সড়ক সংস্কারে ধীরগতি, দুর্ভোগ

উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি

দুই বছরেও শেষ হয়নি উখিয়ার কোর্টবাজার-সোনারপাড়া সি-বিচ সড়কের সংস্কারকাজ। বৃষ্টি হলেই সড়কে সৃষ্ট খানাখন্দে জমে হাঁটুপানি। ফলে সীমাহীন দুর্ভোগ পোহাচ্ছেন পথচারীসহ স্থানীয়রা। স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতর সূত্রে জানা যায়, প্রায় দুই বছর আগে ২৯ কোটি টাকা প্রাক্কলিত মূল্যে সড়কটির টেন্ডার হয়। কার্যাদেশ পায় ঠিকাদারি প্রতিষ্ঠান এম ইউ আজাদ জেবিকে। বর্তমানে কোর্টবাজার-সোনারপাড়া বাজারের কাছে কিছু কাজ বাকি রয়েছে। সেখানে আরসিসি ঢালাই দিতে হবে। কাজের দীর্ঘসূত্রতার কারণ হিসেবে ঠিকাদারের উদাসীনতা ও স্থানীয়দের অসহযোগিতাকে দুষছেন সংশ্লিষ্টরা। স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের প্রকৌশলী রোকনুজ্জামান খান বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও বাজেট সংকুলান না হওয়ায় একটু বিলম্ব হয়েছে।

সর্বশেষ খবর