শনিবার, ২৩ জুলাই, ২০২২ ০০:০০ টা

মান্দায় ঐতিহ্যবাহী বদন খেলা

নওগাঁ প্রতিনিধি

নওগাঁর মান্দায় অনুষ্ঠিত হয়ে গেল গ্রামবাংলার ঐতিহ্যবাহী বদন খেলা। মাদক, জঙ্গিবাদ, অপসংস্কৃতি থেকে রক্ষা, সৌহার্দ্য-সম্প্রীতি বৃদ্ধি ও দেশীয় সংস্কৃতি তুলে ধরতে মঙ্গলবার রাতে মান্দা সদর ইউনিয়নের সাহাপুর গ্রামের আয়োজন করা হয় প্রায় হারিয়ে যাওয়া এ খেলার। শনিবার থেকে মঙ্গলবার প্রতিদিন রাত ৮টা-১২টা পর্যন্ত খেলা দেখতে বিভিন্ন এলাকা থেকে শত শত নারী-পুরুষ, বৃদ্ধ-শিশু ভিড় জমান। খেলার মাঠ পরিণত হয় মানুষের মিলনমেলায়। মান্দা সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নূর মোহাম্মদ মেহেদীর আয়োজনে গ্রামীণ ঐতিহ্যবাহী এই বদনখেলায় ১৬টি দল অংশ নেয়। অংশ নেওয়া প্রবীণ খেলোয়াড়রা জানান, তারা প্রায় ২০-৩০ বছর ধরে বিভিন্ন এলাকায় বদন খেলছেন। এই খেলার সঙ্গে জড়িত অধিকাংশ দরিদ্র শ্রেণির।

তারা দুঃখ-দৈন্যে জীবনযাপন করেন। তাদের জন্য সরকারিভাবে কোনো সুযোগ-সুবিধার ব্যবস্থা নেই। তেমন কোনো ব্যবস্থা হলে নিয়মিত চর্চা ও প্রশিক্ষণের মাধ্যমে তারা এই খেলাকে আরও বড় পরিসরে তুলে ধরতে পারতেন। সরকারি-বেসরকারি পৃষ্ঠপোষকতায় গ্রামবাংলার হারিয়ে যাওয়া সব খেলা রক্ষার উদ্যোগ নেওয়া দরকার বলে মনে করেন তারা। খেলা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার হিসেবে একটি বড় খাসি ও একটি ছোট খাসি দেওয়া হয়।

সর্বশেষ খবর