শনিবার, ২৩ জুলাই, ২০২২ ০০:০০ টা

গজারি কাঠ পুড়িয়ে কয়লা তৈরি

গাজীপুর ও কালিয়াকৈর প্রতিনিধি

গজারি কাঠ পুড়িয়ে কয়লা তৈরি

কালিয়াকৈর উপজেলার চাপাইর ইউনিয়ন সংরক্ষিত সরকারি বনের পাশে অবৈধভাবে কাঠ পুড়িয়ে কয়লা তৈরি করা হচ্ছে। এতে পোড়ানো হচ্ছে গজারিসহ বিভিন্ন প্রজাতির গাছ। এলাকাবাসী ও বিভিন্ন সূত্রে জানা গেছে, উপজেলার চাপাইর ইউনিয়নের রশিদপুর, কোটবাড়ি ও ভাল্লুকবেড় তিনটি এলাকায় রয়েছে ১৮টি অবৈধ কয়লার ভাটা। এসব ভাটায় পুড়ছে গজারিসহ বিভিন্ন প্রজাতির গাছ। এর বিষাক্ত ধোঁয়ায় পরিবেশের ব্যাপক ক্ষতি হচ্ছে। এলাকাবাসীর অভিযোগ, স্থানীয় কিছু প্রভাবশালী মহল রাতের আঁধারে সরকারি বন থেকে কাঠ কেটে এনে কয়লার ভাটা মালিকদের কাছে বিক্রি করে মোটা অঙ্কের টাকা নিচ্ছে। ভাটার মালিক নুরু ফকির জানান, এখানে গজারি কাঠ পুড়ানো হয় না। অন্য কাঠ পুড়িয়ে কয়লা তৈরি করা হয়। এতে মানুষেয় কোনো সমস্যা হয় না। স্থানীয় সরকারচালা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহ আলম জানান, কাঠ দিয়ে কয়লা পুড়ার কারণে পরিবেশ নষ্ট হচ্ছে। কালিয়াকৈর রেঞ্জ কর্মকর্তা আশরাফুল আলম দোলন জানান, বিষয়টি আমার জানা আছে। তবে প্রশাসনের সঙ্গে সমন্বয় করে অভিযান পরিচালনা করা হবে। ইউএনও ইবনে সাজ্জাদ জানান, অতি শিগগিরই অবৈধ কয়লার ভাটাগুলো ভেঙে গুঁড়িয়ে দেওয়া হবে।

সর্বশেষ খবর