রবিবার, ২৪ জুলাই, ২০২২ ০০:০০ টা
সংক্ষিপ্ত

লজ্জা থাকলে বিএনপি লোডশেডিং নিয়ে কথা বলত না : এনামুল হক শামীম

শরীয়তপুর প্রতিনিধি

পানিসম্পদ উপমন্ত্রী এনামুল হক শামীম বলেছেন, ‘বিএনপি নেতাদের লজ্জাশরম থাকলে তাঁরা লোডশেডিং নিয়ে কথা বলতেন না। তাঁরা যখন বিদ্যুৎ নিয়ে কথা বলেন তখন তাঁদের শাসনামলের ঘণ্টার পর ঘণ্টা লোডশেডিংয়ের সেই দুঃসময়ের কথা মনে পড়ে। তাঁরা বিদ্যুতের পরিবর্তে খাম্বা দিয়েছিলেন। বিদ্যুৎ নিয়ে আন্দোলন করায় সাধারণ মানুষকে হত্যা করেছিলেন। এখন তাঁরা মানুষকে ধোঁকা দিয়ে ক্ষমতায় যেতে চান।’ গতকাল বিকালে নড়িয়া পৌর আওয়ামী লীগের বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। এনামুল হক শামীম বলেন, নির্বাচনের সময় এলেই বিএনপি যে কোনো উপায়ে ক্ষমতা দখলের জন্য মরিয়া হয়ে ওঠে। নির্বাচন ও গণতান্ত্রিক প্রক্রিয়া প্রশ্নবিদ্ধ করার অপচেষ্টায় লিপ্ত হয়। তারা জনগণের জন্য কিছু না করে শুধু বাগাড়ম্বর করে। নড়িয়া পৌর আওয়ামী লীগ সভাপতি শহিদুল ইসলাম সরদারের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন আওয়ামী লীগের কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপকমিটির সদস্য জহির সিকদার, নড়িয়া পৌরসভার মেয়র আবুল কালাম আজাদ, জেলা আওয়ামী লীগ নেতা এনায়েত মুন্সি, নড়িয়া উপজেলা আওয়ামী লীগ সভাপতি ফজলুল হক মাল, সহসভাপতি বাদশা শেখ প্রমুখ।

 

সর্বশেষ খবর