রবিবার, ২৪ জুলাই, ২০২২ ০০:০০ টা

পুকুরের ওপর বাসর ঘর, ছবি ভাইরাল

শেরপুর প্রতিনিধি

পুকুরের ওপর বাসরঘর বানিয়ে সেখানে ফুলশয্যা করে আলোচনায় এলেন শেরপুরের এক দম্পতি। বিষয়টি মানুষের মধ্যে বেশ কৌতূহলের জন্ম দিয়েছে। অনেকে এ আয়োজন দেখতে ভিড় করছেন। অভিনব এই বাসরঘর নিজে বানিয়েছেন হালিম মিয়া (২৫) নামে এক যুবক। হালিমের বাড়ি শেরপুর সদর ওপজেলার সাতানিপাড়া এলাকায়। ওই বাসরঘরের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে ভাইরাল হয়। জানা যায়, হালিম ওয়ার্কশপের ঝালাই শ্রমিক। গত সপ্তাহে হালিমের সঙ্গে বিয়ে হয় মোর্শেদা আক্তার মায়া নামে এক তরুণীর। বিয়ের পর থেকে শুরু হয় ব্যতিক্রম ধর্মী এই আয়োজন। পুকুরের মাঝখানে বাঁশ পুঁতে তৈরি করা হয় ঘর। ঘরটি রঙিন কাপড়ে ঘিরে লাইটিং করা হয়। ওই ঘরের ভিতরে খাট ফেলে সাজানো হয় বাসর ঘর। ঘরটি করতে ১৫ হাজার টাকা ব্যয় হয়েছে। বন্ধু ও আত্মীয়-স্বজনরা স্বেচ্ছাশ্রমে ঘরটি নির্মাণ করে দিয়েছেন। শুক্রবার রাত দেড়টার দিকে ওই দম্পতি বাসরঘরে প্রবেশ করেন। হালিম জানান, ওই বাসরঘরে আরও কয়েক দিন স্ত্রীকে নিয়ে অবস্থান করবেন।

হালিমের ইচ্ছা ছিল নিজের বিয়ের বাসর করবেন ব্যতিক্রম আয়োজনে। সেই ইচ্ছা থেকেই এমন আয়োজন। স্থানীয় ইউপি চেয়ারম্যান সেলিম মিয়া বলেছেন, এমন আয়োজনে এলাকার মানুষ আনন্দ পেয়েছে।

 

সর্বশেষ খবর