শিরোনাম
রবিবার, ২৪ জুলাই, ২০২২ ০০:০০ টা

আবার সাগরের পথে উপকূলের জেলেরা

পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি

দীর্ঘ ৬৫ দিনের সরকারি নিষেধাজ্ঞা শেষে আবারও মাছ শিকারের জন্য সাগরে যাত্রা করেছেন উপকূলের জেলেরা। রাত ১২টার পরই যাত্রা করেছেন পাথরঘাটা উপকূলের জেলেরা। একে ‘স্বপ্নের যাত্রা’ও মনে করছেন জেলেরা। বুকভরা আশা নিয়ে এবারে মাছ শিকার করবেন তাঁরা। ফলে সাগরের বুকজুড়ে থাকবে শুধু জেলে আর ট্রলার। আবারও সরগরম হয়ে উঠবে জেলেপল্লী। দূরদূরান্ত থেকে ক্রেতারা আসবেন তাজা ইলিশ কিনতে। আবারও ইলিশ ক্রেতার ভিড়ে মুখরিত হয়ে উঠবে দেশের বৃহত্তম মৎস্য অবতরণ কেন্দ্র পাথরঘাটা। গভীর সাগরে ইলিশ পাওয়ার আশায় ব্যাপক দল বেঁধে বেরিয়ে পড়ছেন জেলেরা। তাঁদের প্রত্যাশা নিষেধাজ্ঞার ফলে আগের চেয়ে ইলিশ বেশি ধরা পড়বে সাগরে। মৎস্য অবতরণ এলাকার ঘাটগুলো আবার সরব হয়ে উঠেছে। যেখানে নিষেধাজ্ঞার সময় শূন্যতা বিরাজ করছিল সেখানে এখন আবার প্রাণ ফিরে এসেছে। আড়তদাররাও তাঁদের আড়ত নতুন করে সাজিয়েছেন। নতুন করে আবার ঢাকাসহ বিভিন্ন জেলার পাইকারদের সঙ্গে যোগাযোগ শুরু করেছেন ইলিশ বিক্রির জন্য।

 

সর্বশেষ খবর