রবিবার, ২৪ জুলাই, ২০২২ ০০:০০ টা

সাংস্কৃতিক জোটের অভিষেক

নিজস্ব প্রতিবেদক, বগুড়া

গত শুক্রবার রাতে বগুড়ায় সম্মিলিত সাংস্কৃতিক জোটের অভিষেক অনুষ্ঠিত হয়েছে। শহরের শহীদ টিটু মিলনায়তনে অভিষেক অনুষ্ঠানে সম্মিলিত সাংস্কৃতিক জোট বগুড়ার সভাপতি তৌফিক হাসান ময়নার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কে এম খালিদ এমপি। এ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো. জিয়াউল হক, জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) আবদুর রশিদ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু, দৈনিক করতোয়ার সম্পাদক মোজাম্মেল হক লালু, সম্মিলিত সাংস্কৃতিক জোট বগুড়ার নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আবদুল হান্নান। অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথি সম্মিলিত সাংস্কৃতিক জোট বগুড়ার ১৭ সদস্য বিশিষ্ট কমিটির সদস্য শপথ বাক্য পাঠ করান। অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কে এম খালিদ এমপি বলেছেন, দেশের অর্থনৈতিক মুক্তির আগে সাংস্কৃতিক মুক্তির কথা বলেছিলেন শেখ মুজিবুর রহমান। বগুড়ায় জাতীয় নির্বাচনে সাংস্কৃতিক কর্মীদের মাঠে নামতে হবে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর