রবিবার, ২৪ জুলাই, ২০২২ ০০:০০ টা

বঙ্গবন্ধু এক্সপ্রেস ওয়ে অবরোধ, যানজট

মুন্সীগঞ্জ প্রতিনিধি

বঙ্গবন্ধু এক্সপ্রেস ওয়ে অবরোধ, যানজট

শ্রীনগরে বাস শ্রমিকদের হয়রানির প্রতিবাদে বঙ্গবন্ধু (ঢাকা-মাওয়া) এক্সপ্রেস ওয়ে প্রায় আধাঘণ্টা অবরোধ করে রাখেন যাত্রীরা। গতকাল সকাল ৯টার দিকে এক্সপ্রেসওয়ের মাশুরগাঁও এলাকায় অবস্থিত বাসস্ট্যান্ডে এ ঘটনা ঘটে। এ সময় রাস্তার দুই দিকে প্রায় তিন কিলোমিটার যানজট সৃষ্টি হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, ওই এলাকায় সকাল থেকে ঢাকাগামী যাত্রীরা বাসের জন্য অপেক্ষা করতে থাকেন। কোনো বাসে তাদের না তোলায় বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সেখানে যাত্রী সংখ্যা বাড়তে থাকে। সকাল সাড়ে ৯টার দিকে যাত্রীরা ক্ষুব্ধ হয়ে রাস্তা আটকে দেয়। এ সময় দুই দিকে ঢাকা ও দক্ষিণবঙ্গগামী বিভিন্ন যানবাহনের প্রায় তিন কিলোমিটার জট তৈরি হয়। পুলিশ অবরোধকারীদের রাস্তা থেকে সরিয়ে দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। শ্রীনগর থানার ওসি আমিনুল ইসলাম জানান, ভুক্তভোগাীরা বাসে যাত্রী তোলার দাবিতে সকালে মহাসড়ক অবরোধ করেন। এ সময় দীর্ঘ যানজট সৃষ্টি হয়। পুলিশ আন্দোলনকারীদের বুঝিয়ে ও ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলাপ করে সমস্যা সমাধানের আশ্বাস দিলে তারা অবরোধ তুলে নেন। এদিকে গত শুক্রবার রাতে বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়েতে অল্পের জন্য রক্ষা পেয়েছেন গোপালগঞ্জের জেলা প্রশাসক (ডিসি) শাহিদা সুলতানা। রাত ৯টার দিকে এক্সপ্রেস ওয়ের শ্রীনগর উপজেলার সমষপুর এলাকায় জেলা প্রশাসকের গাড়িতে একটি বাস পেছন থেকে ধাক্কা দিলে গাড়িটির পেছনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। জেলা প্রশাসক বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পান।

সর্বশেষ খবর