সোমবার, ২৫ জুলাই, ২০২২ ০০:০০ টা

হিলিতে মাদকসেবীদের এইচআইভি চিকিৎসা

হিলি প্রতিনিধি

দিনাজপুরের হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মাদকসেবীদের জন্য সমন্বিত এইচআইভি প্রতিরোধ ও তাদের চিকিৎসা কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।  উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে আসক্ত পুনর্বাসন সংস্থা আপস, কেয়ার বাংলাদেশ কনসোর্টিয়ামের সহযোগিতায় স্বাস্থ্য অধিদফতরের জাতীয় এইডস/ এসটিডি কন্ট্রোলের সার্বিক তত্ত্বাবধানে রবিবার দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সভাকক্ষে এ উপলক্ষে এক আলোচনাসভা অনুষ্ঠিত হয়। সভায় হিলি সীমান্তবর্তী এলাকা হওয়ায় মাদকের সহজলভ্যতা থাকায় এখানে মাদকসেবীদের সংখ্যা তুলনামূলক বেশি। তাই তাদের মাধ্যমে যেন এইচআইভি এইডস ছড়িয়ে পড়তে না পারে সেজন্য তাদের জন্য হাসপাতালে চিকিৎসা কার্যক্রম চালু করা হচ্ছে বলে জানানো হয়। পরে স্বাস্থ্য অধিদফতরের জাতীয় এইডস/এসটিডি কন্ট্রোলের ডিরেক্টর ডা. খুরশিদ আলম এই কার্যক্রমের উদ্বোধন করেন। এর আগে প্রতিনিধি দলটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কার্যক্রম পরিদর্শন করেন। এখন থেকে হাসপাতালের নির্দিষ্ট একটি রুমে আসক্ত পুনর্বাসন সংস্থা আপস নামের এনজিও স্বাস্থ্য সহকারী কর্তৃক মাদকসেবীদের চিকিৎসা কার্যক্রম সম্পূর্ণ করবেন।

এ সময় সেখানে আরও উপস্থিত ছিলেন, স্বাস্থ্য অধিদফতরের জাতীয় এইডস/এসটিডি কন্ট্রোলের পরিচালক ডা. শাহ মোহাম্মদ জসিম উদ্দিন, সহকারী পরিচালক ডা. মাহবুবুর রহমান, প্রোগ্রাম ম্যানেজার ডা. আনোয়ারুল আমিন আকন্দ, হাকিমপুর উপজেলা চেয়ারম্যান হারুন উর রশীদ, ভাইস চেয়ারম্যান শাহিনুর রেজা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শ্যামল কুমার দাসসহ অনেকে।

সর্বশেষ খবর