সোমবার, ২৫ জুলাই, ২০২২ ০০:০০ টা

আমন চারা রোপণে মাঠে কৃষক

দিনাজপুর প্রতিনিধি

আমন চারা রোপণে মাঠে কৃষক

কয়েকদিনের বৃষ্টি আর গভীর নলকূপ ও শ্যালো মেশিনের মাধ্যমে সেচ দিয়ে আমন চারা রোপণে মাঠে মাঠে কৃষক নেমে পড়েছেন। আমন ধানের চারার বয়স বেশি হলে সেই চারা রোপণে ভালো ফলন পাওয়া যাবে না। তাই সময়মতো আমন ধানের চারা রোপণ করার স্বার্থে মাঠে মাঠে কৃষক ব্যস্ত সময় পার করছেন। বর্ষাকালের এ সময় আবাদি জমি থাকে জলমগ্ন। আর জমির এই পানিকে কাজে লাগিয়ে কৃষকরা আমন চাষ করেন। কিন্তু এবার দিনাজপুরসহ এই অঞ্চলে সময়মতো বৃষ্টি হয়নি। অথচ আমন চারার রোপণের বয়স পেরিয়ে যাচ্ছে। এ কারণে আর দেরি না করে নেমেছে আমন চারা রোপণে। তবে পর্যাপ্ত বৃষ্টির জন্য এখনো আকাশের দিকে চেয়ে আছে কৃষক। দিনাজপুর কৃষি সম্প্রসারণ অধিদফতর জানায়, দিনাজপুর জেলায় চলতি মৌসুমে আমন চাষের লক্ষ্যমাত্রা ২ লাখ ৬০ হাজার হেক্টর। আর এর জন্য বীজতলা তৈরি করা হয়েছে ১৩ হাজার ৩০০ হেক্টর জমিতে। এ পর্যন্ত আমন রোপণ হয়েছে ২০ শতাংশ জমিতে। আগামী আগস্ট পর্যন্ত আমন রোপণ করা যাবে বলে কৃষি বিভাগ জানায়। কাহারোলের মুকুন্দপুর গ্রামের কৃষক মো. হবিবর রহমান জানান, বৃষ্টি না হওয়ায় বাধ্য হয়ে তিন বিঘা জমিতে শ্যালো মেশিন দিয়ে আমন ধানের চারা রোপণ করেছি। তবে বৃষ্টি শুরু হয়েছে। এদিকে, চিরিরবন্দরের নশরতপুর গ্রামের কৃষক রফিকুল ইসলাম জানান, পর্যাপ্ত পানি না হওয়ায় শ্যালো মেশিন দিয়ে জমিতে পানি দিয়ে আমন চারা রোপণ করেছি। এক বিঘা জমিতে পানি দিতে ২ ঘণ্টা লাগে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর