শিরোনাম
সোমবার, ২৫ জুলাই, ২০২২ ০০:০০ টা

বৃষ্টিতে স্বস্তি রংপুরে

নিজস্ব প্রতিবেদক, রংপুর

বৃষ্টিতে স্বস্তি রংপুরে

গত এক সপ্তাহ থেকে রংপুরে প্রকৃতির ওপর নির্ভরশীল আমনের খেতগুলো পানির জন্য হাহাকার করছিল। শনিবার রাত থেকে রবিবার দুপুর পর্যন্ত স্বস্তির বৃষ্টিতে আমন চাষিদের মুখে হাসি ফুটেছে। ২৪ ঘণ্টায় ৭০ মিলিমিটার বৃষ্টি হয়েছে। রংপুর নগরীর খাসবাগ এলাকার আমনচাষি আসাদুজ্জামান আফজাল বলেন, প্রকৃতিনির্ভর আমন ধান রোপণ করার পরে পানি নিয়ে দুঃশ্চিতায় ছিলেন। সেচের মাধ্যমে ধান চাষের প্রস্তুতি নিচ্ছিলেন। রাত থেকে কাক্সিক্ষত বৃষ্টি হওয়ায় তিনি কিছুটা স্বস্তি পেয়েছেন। তিনি বলেন, আমন মৌসুম সাধারণত বৃষ্টির ওপর নির্ভরশীল। বৃষ্টি না হলে সেচ দিতে পানি বাবদ প্রতি একরে বাড়তি খরচ হবে দেড় থেকে দুই হাজার টাকা। একই কথা জানালেন রংপুরের কাউনিয়ার আফজাল, মঞ্জু, পীরগাছার বুলবুল, মাহাবুব, সদরের রাজুসহ বেশ কয়েকজন আমন চাষি। তাদের মতো রংপুর অঞ্চলের কয়েক কয়েক লাখ আমন চাষি পানির অভাবে দিশেহারা হয়ে পড়েছিল। বৃষ্টির দেখা পেয়ে তাদের মাঝে কিছুটা স্বস্তি ফিরে এসেছে। রংপুর কৃষি সম্প্রসারণ অধিদফতর সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে রংপুর অঞ্চলের ৫ জেলায় প্রায় ৬ লাখ ১৫ হাজার ৬৮৫ হেক্টর জমিতে আমন আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। গতকাল পর্যন্ত ৫৩ হাজার ৪৩১ হেক্টর জমিতে আমন ধান রোপণ হয়েছে। কৃষক এখনো প্রকৃতির ওপর নির্ভর করছে। আবহাওয়া অফিস জানিয়েছে গত ২৪ ঘণ্টায় রংপুর অঞ্চলে বৃষ্টিপাত হয়েছে ৭০ দশমিক ৬ মিলিমিটার।

আগামী ২৪ ঘণ্টায় ভারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। রংপুর কৃষি সম্প্রসারণ অধিদফরের উপ-পরিচালক ওবায়দুর রহমান মন্ডল বলেন, বৃষ্টিপাত শুরু হয়েছে, ফলে আমন চাষি মাঝে স্বস্তি ফিরে এসেছে।

সর্বশেষ খবর