সোমবার, ২৫ জুলাই, ২০২২ ০০:০০ টা
সংক্ষিপ্ত

শেখ হাসিনার নেতৃত্বে দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছে দেশ : ইকবালুর রহিম

দিনাজপুর প্রতিনিধি

জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম শিক্ষা ছাড়া কোনো জাতি টিকে থাকতে পারে না উল্লেখ করে বলেন, শিক্ষার আলোয় জাতিকে আলোকিত করতে শিক্ষার্থীদের লেখাপড়ার পাশাপাশি স্কুল কলেজের অবকাঠামোর উন্নয়নসহ নানা পদক্ষেপ গ্রহণ করেছে বর্র্তমান সরকার। শিক্ষার্থীদের স্কুল-কলেজ থেকেই তথ্য ও প্রযুক্তি জ্ঞানে স্বাবলম্বী করতে দেশের প্রায় ৯০ শতাংশ স্কুল কলেজে আইটি ল্যাব স্থাপন করা হয়েছে। শিক্ষার্থীদের মানসিক অবস্থা উন্নয়নে প্রতিটি স্কুল কলেজে নতুন নতুন ভবন নির্মাণ করে শিক্ষার পরিবেশকে উন্নত করা হয়েছে। করোনা মহামারিসহ যেকোনো দুর্যোগে বাংলাদেশের শিক্ষা পিছিয়ে নেই। অনলাইনের মাধ্যমেও পড়াশোনা অব্যাহত আছে। এছাড়াও প্রধানমন্ত্রী শেখ হাসিনা অভিভাবক ও শিক্ষার্থীদের দুর্ভোগ কমাতে অনলাইনে ফরম ফিলাপ এবং উপবৃত্তির টাকা অনলাইনেই পাচ্ছে শিক্ষার্থীরা। শেখ হাসিনা প্রধানমন্ত্রী হওয়ার পর থেকেই নিজের জীবনকে বাজি রেখে দেশ ও দেশের মানুষের উন্নয়ন করে যাচ্ছে। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়নে দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। গতকাল দিনাজপুরে বিভিন্ন অনুষ্ঠানে এসব কথা বলেন।

২ কোটি ৫০ লাখ টাকা ব্যয়ে দিনাজপুর ঈদগাঁহ বালিকা উচ্চ বিদ্যালয়ের একাডেমিক ভবন, ৩ কোটি ২৬ লাখ টাকা ব্যয়ে শংকরপুর ইউপির দক্ষিণ দুর্গাপুর ইসলামিয়া দাখিল মাদ্রাসার নবনির্মিত একাডেমিক ভবন ও ৮৫ লাখ টাকা ব্যয়ে শশরা ইউপির কাশিপুর মাধ্যমিক বিদ্যালয়ের নবনির্মিত একতলা একাডেমিক ভবন উদ্বোধনকালে পৃথক পৃথক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে হুইপ ইকবালুর রহিম এসব কথা বলেন। পৃথক পৃথক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দিনাজপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. ইমদাদ সরকার, সদর উপজেলা নির্বাহী অফিসার মর্তুজা আল মুঈদ, ঈদগাঁহ বালিকা উচ্চ বিদ্যালয়ের গভর্নিং বডির সভাপতি সাইদুর রহমান প্রমুখ। একই দিন মৎস্য সপ্তাহ উপলক্ষে জেলা প্রশাসন ও মৎস্য অধিদফতরের আয়োজনে মৎস্য সপ্তাহের উদ্বোধন করেন প্রধান অতিথি হুইপ ইকবালুর রহিম এমপি। সভাপতিত্ব করেন জেলা প্রশাসক খালেদ মোহাম্মদ জাকী।

 

সর্বশেষ খবর