শিরোনাম
সোমবার, ২৫ জুলাই, ২০২২ ০০:০০ টা
বাংলাদেশ প্রতিদিনে রিপোর্ট

সেই কয়লার ভাটা গুঁড়িয়ে দিলেন ভ্রাম্যমাণ আদালত

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি

কালিয়াকৈর উপজেলার রশিদপুর, কোটবাড়ি ও ভাল্লুকবেড় এলাকায়  সংরক্ষিত সরকারি বনের জমির পাশে অবৈধভাবে গড়ে ওঠা কয়লার ভাটা গুঁড়িয়ে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।  গতকাল ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা প্রশাসন। ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ। গত শনিবার বাংলাদেশ প্রতিদিনে ‘গজারি কাঠ পুড়িয়ে কয়লা তৈরি’ শিরোনামে সংবাদ প্রকাশ হয়। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, গতকাল অভিযানকালে ১৮টি অবৈধ কয়লার ভাটা ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়। উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ জানান, অবৈধ কয়লার ভাটাগুলো ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। তবে আমাদের এ অভিযান অব্যাহত থাকবে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে উপজেলা প্রশাসন ও বন বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সর্বশেষ খবর