সোমবার, ২৫ জুলাই, ২০২২ ০০:০০ টা

সন্তানদের ঝগড়া থামাতে গিয়ে বাবার মৃত্যু

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

নারায়ণগঞ্জের রূপগঞ্জে দুই ছেলে ও পুত্রবধূর ঝগড়া থামাতে গিয়ে আবদুল আলী (৯০) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। এ ঘটনায় নিহতের দুই ছেলে কাউসার ও আবদুল মান্নানকে গ্রেফতার করেছে রূপগঞ্জ থানা পুলিশ। গতকাল উপজেলার তারাব পৌরসভার বরাব রসুলপুর এলাকায় এ ঘটনা ঘটে।

মামলার বাদী নিহতের ছেলে ইব্রাহিম জানান, বিকালে আবদুল আলীর দুই ছেলে কাউসার ও আবদুল মান্নান এবং মান্নানের স্ত্রী রেহেনা ও মাহবুবের স্ত্রী আমেনার মধ্যে পারিবারিক কলহের জেরে ঝগড়া হয়। ঝগড়ার এক পর্যায়ে কাউসার মান্নানের স্ত্রী রেহেনাকে ছুড়ি দিয়ে আঘাত করে। এ সময় তার পিতা আবদুল আলী তাদের বাধা দেন। এ সময় মান্নান তার বাবা আবদুল আলীকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দেয়। পরে এলাকাবাসী তাকে উদ্ধার করে স্থানীয় ইউএস বাংলা হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ব্যাপারে নিহতের ছেলে ইব্রাহিম বাদী হয়ে রূপগঞ্জ থানায় মামলা করেছেন। রূপগঞ্জ থানার ওসি (তদন্ত) হুমায়ুন কবির মোল্লা জানান, এ ঘটনায় মামলা হয়েছে। নিহতের দুই ছেলেকে গ্রেফতার করা হয়েছে।

সর্বশেষ খবর