সোমবার, ২৫ জুলাই, ২০২২ ০০:০০ টা

রোহিঙ্গাদের কাছে সিম বিক্রি করত চক্রটি

কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজারে অবৈধভাবে নিবন্ধনকৃত সিম বিক্রি চক্রের প্রধানসহ পাঁচজনকে আটক করেছে র‌্যাব। এ সময় দুই শতাধিক অবৈধ সিম ও নিবন্ধনের সরঞ্জাম উদ্ধার করা হয়। আটককৃতরা হলো- জয় বিশ্বাস, জাহিদ, ইলিয়াছ, ফারুক ও সুজন সাহা। গতকাল দুপুরে ব্রিফিংকালে এসব তথ্য জানান, কক্সবাজার র‌্যাব-১৫ এর সিপিএসসি কমান্ডার এএসপি জামিলুল হক। তিনি বলেন, জয় বিশ্বাসের নেতৃত্বে চক্রটি দীর্ঘদিন ধরে সাধারণ মানুষের এনআইডি ব্যবহার করে অবৈধভাবে নিবন্ধনকৃত সিমগুলো রোহিঙ্গাদের হাতে তুলে দিত। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এ চক্রের ৫ জনকে আটকের পর এমন তথ্য মিলেছে। মামলা দায়েরের পর আটকদের সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

সর্বশেষ খবর