মঙ্গলবার, ২৬ জুলাই, ২০২২ ০০:০০ টা

মদ উদ্ধারের ঘটনায় তিন আসামি রিমান্ডে

সোনারগাঁ প্রতিনিধি

নারায়ণগঞ্জের সোনারগাঁয় বিপুল পরিমাণ বিদেশি মদ উদ্ধারের ঘটনায় থানায় মামলা করা হয়েছে। গত রবিবার রাতে সোনারগাঁ থানায় এ মামলা হয়েছে। র‌্যাব-১১ এর উপ-পরিচালক মো. শাহাদাত হোসেন বাদী হয়ে শ্রীনগর উপজেলা আওয়ামী লীগ নেতা ও ষোলঘর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আজিজুল ইসলাম ও তার দুই ছেলেসহ ১১ জনকে এ মামলায় আসামি করা হয়। গতকাল মামলার বিষয়টি নিশ্চিত করে সোনারগাঁ থানার ওসি মোহাম্মদ হাফিজুর রহমান। এদিকে এ ঘটনায় গ্রেফতারকৃত সাইফুল ইসলাম ও নাজমুল মোল্লা নামের দুজনকে তিন দিন করে ও অপর আসামি আহাদকে দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। এর আগে র‌্যাবের করা মামলায় গ্রেফতার তিনজনের বিরুদ্ধে জিজ্ঞাসাবাদের জন্য আদালতে ১০ দিনের রিমান্ড আবেদন করা হয়। নারায়ণগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে শুনানি শেষে গতকাল বিকালে এ আদেশ দেন বিজ্ঞ বিচারক সামসাদ বেগম। বিষয়টি নিশ্চিত করেন।

নারায়ণগঞ্জ আদালত পুলিশের পরিদর্শক আসাদুজ্জামান। পুলিশের পরিদর্শক আসাদুজ্জামান বলেন, র‌্যাব বাদী হয়ে ১১ জনের নাম উল্লেখ করে মামলা করেছে। ওই মামলায় গ্রেফতারকৃত তিন আসামিকে ১০ দিন করে রিমান্ডের আবেদন জানালে আদালত দুই আসামির তিন দিন করে এবং এক আসামির দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। এ মামলায় অভিযুক্তরা হলেন- আওয়ামী লীগ নেতা মো. আজিজুল ইসলাম, তার ছেলে মিজানুর রহমান আশিক, আবদুল আহাদ। এ ছাড়াও আসামি করা হয় মো. নাজমুল মোল্লা, সাইফুল ইসলাম, জাফর আহমেদ, শামীম, রায়হান, দুবাই প্রবাসী অজ্ঞাত, দিপু এবং বাদশাকে। এদিকে এ ঘটনায় এর আগে তিনজনকে গ্রেফতার করে র‌্যাব। গ্রেফতারকৃত তিনজন হলেন- আবদুল আহাদ ও তার দুই সহযোগী সাইফুল ইসলাম ও নাজমুল মোল্লা। গ্রেফতারকৃত আবদুল আহাদ মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা, কেন্দ্রীয় আওয়ামী লীগের ধর্মবিষয়ক উপকমিটির সদস্য ও শ্রীনগর উপজেলার ষোলঘর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আজিজুল ইসলামের ছেলে। এর আগে গত শুক্রবার ভোরে র‌্যাব-১১ এর নারায়ণগঞ্জের একটি দল সোনারগাঁর টিপুরদী এলাকার মহাসড়কের ওপর চেকপোস্ট বসিয়ে চট্টগ্রাম থেকে ঢাকাগামী দুটি কনটেইনার জব্দ করে। এ কনটেইনার দুটি থেকে বিভিন্ন ব্র্যান্ডের ৩৬ হাজার ৮১৬ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়। উদ্ধার করা মাদকের মূল্য ৩১ কোটি ৫৮ লাখ ৮০ হাজার টাকা। ভ্যাটসহ মূল্য দাঁড়ায় ৩৬ কোটি ৮৮ লাখ ৮০ হাজার টাকা। সোনারগাঁ থানার ওসি মোহাম্মদ হাফিজুর রহমান বলেন, বিদেশি মদ উদ্ধারের ঘটনায় মামলা হয়েছে। ইতোমধ্যেই তিনজনকে গ্রেফতার করা হয়েছে। বাকিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

সর্বশেষ খবর