বুধবার, ২৭ জুলাই, ২০২২ ০০:০০ টা

গফরগাঁওয়ে বসুন্ধরা সিমেন্টের হালখাতা

ময়মনসিংহ প্রতিনিধি

গফরগাঁওয়ে বসুন্ধরা সিমেন্টের হালখাতা

গফরগাঁও উপজেলায় বসুন্ধরা সিমেন্টের হালখাতা ১৪২৯ অনুষ্ঠিত হয়েছে। এতে সেরা বিক্রেতা হিসেবে পুরস্কৃত করা হয়েছে ২০ জন ব্যবসায়ীকে। এ ছাড়া আরও ১১ জনকে বিশেষ বিক্রেতা হিসেবে পুরস্কৃত করা হয়। উপজেলার আলতাফ হোসেন গোলন্দাজ মিলনায়তনে গতকাল বর্ণাঢ্য আয়োজনে এ হালখাতা হয়। বসুন্ধরা সিমেন্টের এক্সক্লুসিভ ডিস্ট্রিবিউটর মেসার্স নিউ মোখলেছ ট্রেডার্সের আয়োজনে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী আবদুর রউফ। অতিথি হিসেবে ছিলেন গফরগাঁও পৌর মেয়র ইকবাল হোসেন সুমন, গফরগাঁও থানার ওসি ফারুক আহমেদ, বসুন্ধরা সিমেন্টের এজিএম সেলস্ (ইস্ট জোন) জিয়ারুল ইসলাম, বসুন্ধরা গ্রুপ সিমেন্ট সেক্টরের হেড অব ব্র্যান্ড (এজিএম) সাইফুল ইসলাম রুবেল, কিং ব্র্যান্ড সিমেন্টের এজিএম সেলস (ঢাকা উইং) মোহাম্মদ আলী, বসুন্ধরা সিমেন্টের (ডিভিশনাল সেলস ইনচার্জ) রাজু আহম্মেদ, বসুন্ধরা সিমেন্টের এরিয়া সেলস্ ম্যানেজার মো. আবদুল্লাহ, বসুন্ধরা সিমেন্ট সেক্টর ময়মনসিংহ বিভাগীয় টেকনিক্যাল সাপোর্ট প্রকৌশলী জুয়েল রানা, মেসার্স নিউ মোখলেছ ট্রেডার্সের পরিচালক মোশাররফ হোসেন প্রমুখ। বক্তারা বলেন, আপন আলোয় আলোকিত বসুন্ধরা সিমেন্ট। এর পেছনের কারণ পণ্যের গুণ ও মান। এ কারণেই বসুন্ধরার প্রতিটি পণ্য বাজারের সেরা। তা ইতোমধ্যে ক্রেতামহলে প্রমাণিত। বসুন্ধরা গ্রুপ ভোক্তাদের আস্থা ধরে রাখতে অঙ্গীকারবদ্ধ।

সর্বশেষ খবর