বুধবার, ২৭ জুলাই, ২০২২ ০০:০০ টা

ধানখেতে পাওয়া শিশুটি ভালো আছে

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লার হোমনায় ধানখেতে কুড়িয়ে পাওয়া নবজাতক (মেয়ে) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এনআইসিইউতে ভর্তি রয়েছে। তার অবস্থা ধীরে ধীরে উন্নতি হচ্ছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। সে এখন ফিডিং করছে। ঢাকা মেডিকেল কলেজের ইমার্জেন্সি ও ক্যাজুয়ালটি বিভাগের আবাসিক মেডিকেল সার্জন ডা. আলাউদ্দিন জানান, শিশুটির নাক, মাথা ও শরীরের বিভিন্ন স্থানে ক্ষত রয়েছে। সে পুরোপুরি সুস্থ হলে সমাজ কল্যাণ অধিদফতরের মাধ্যমে দায়িত্ব দেওয়া হবে। গত ২২ জুলাই উপজেলার ঘাগুটিয়া ইউনিয়নের দড়িচর গ্রামের কৃষক আমির হোসেন ধানখেত থেকে ওই শিশুটিকে পান। ২৪ জুলাই রাতে স্থানীয় কয়েকজন যুবকের সহায়তায় মানিক মিয়া উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। আমির হোসেন বলেন, সেদিন তিনি ধানখেতে গরুর ঘাস কাটতে গিয়ে শিশুটিকে দেখতে পান।

সর্বশেষ খবর