বৃহস্পতিবার, ২৮ জুলাই, ২০২২ ০০:০০ টা

তিন জেলায় সড়ক দুর্ঘটনায় মা-মেয়েসহ নিহত ৫

প্রতিদিন ডেস্ক

তিন জেলায় সড়ক দুর্ঘটনায় মা-মেয়েসহ নিহত ৫

মাদারীপুর, ব্রাহ্মণবাড়িয়া ও পটুয়াখালীর কলাপাড়ায় সড়ক দুর্ঘটনায় মা-মেয়েসহ পাঁচজন নিহত হয়েছেন। রাঙামাটিতে দুর্ঘটনায় আহত হয়েছেন নয়জন। প্রতিনিধিদের পাঠানো খবর- মাদারীপুর : রাজৈরের বৌলগ্রামে গতকাল সকালে ট্রাকচাপায় অটোভ্যানের যাত্রী মা ও মেয়ে নিহত হয়েছেন। তারা হলেন ফরিদপুরের ভাঙ্গা উপজেলার সলিমদিয়া গ্রামের নুরুল মাতুব্বরের স্ত্রী রওশন আরা বেগম (৪০), মেয়ে আল্লাদী আক্তার (২০)। মস্তফাপুর হাইওয়ে পুলিশের এসআই জুয়েল জানান, টেকেরহাট থেকে আসছিল যাত্রীবাহী অটোভ্যান। রাজৈরের বৌলগ্রামে এলে ভ্যানটি উল্টে যায়। এ সময় পেছনে থাকা ট্রাক ভ্যানটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে মারা যান মা ও মেয়ে। ট্রাকটি আটক করা হয়েছে। ব্রাহ্মণবাড়িয়া : বিজয়নগরে ট্রাক-ট্রলি সংঘর্ষে দুজনের মৃত্যু হয়েছে। গতকাল সকালে ঢাকা-সিলেট মহাসড়কের বুধন্তী ইউনিয়নের শশই এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের পূর্ব মেড্ডার সুজাত আলীর ছেলে মিজানুর রহমান (৬০) ও চাঁদপুর জেলা সদরের জাফরাবাদের জয়নাল আবেদীনের ছেলে মহিম উদ্দিন (৩৯)। হাইওয়ে পুলিশ জানায়, সকালে ঢাকাগামী ট্রাকের সঙ্গে বিপরীত থেকে আসা ট্রলির সংঘর্ষে দুজন নিহত হন। কোনো অভিযোগ না থাকায় লাশ স্বজনদের হস্তান্তর করা হয়েছে। কলাপাড়া : পটুয়াখালীর কলাপাড়ায় ট্রলি-মোটরসাইকেল সংঘর্ষে ইউসুফ মৃধা নামে এক মোটরসাইকেল চালকের মৃত্যু হয়েছে। এতে আহত হন আরোহী হারুন হাওলাদার। পায়রা বন্দরের ফোর লেন ইউটার্ন মোড়ে গতকাল এ দুর্ঘটনা ঘটে। ইউসুফ উপজেলার নিশানবাড়িয়া গ্রামের কাদের মৃধার ছেলে। তিনি পায়রা বন্দরের কটলিভার অপারেটর হিসেবে কর্মরত ছিলেন। রাঙামাটি : সাজেকে সড়ক দুর্ঘটনায় নয়জন আহত হয়েছেন। বাঘাইছড়ি উপজেলার বাঘাইহাট সড়কের নন্দারামে গতকাল এ দুর্ঘটনা ঘটে। আহতদের নাম-পরিচয় জানা যায়নি। তাদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সর্বশেষ খবর