বৃহস্পতিবার, ২৮ জুলাই, ২০২২ ০০:০০ টা

চার বছরেও হয়নি সেতু নির্মাণ, বেড়েছে ভোগান্তি

দিনাজপুর প্রতিনিধি

চার বছরেও হয়নি সেতু নির্মাণ, বেড়েছে ভোগান্তি

দিনাজপুরের খানসামায় ইছামতী নদীর ওপর ব্রিজ নির্মাণ কাজ চার বছরেও শেষ হয়নি। বিভিন্ন অজুহাতে কয়েক দফায় কাজ বন্ধ থাকায় চার বছরে শুধু পাইলিং সম্পন্ন হয়েছে। এতে সাধারণ মানুষের পোহাতে হচ্ছে দুর্ভোগ। ১০ কিলোমিটার ঘুরে কৃষিপণ্য বাজারে নিতে হয় দুই পাড়ের মানুষকে। এই ভোগান্তি কমাতে নির্মণাধীন সেতুর স্থানে আবার কাঠের সাঁকো তৈরি করে দিয়েছেন স্থানীয় ইউপি চেয়ারম্যান। জানা যায়, খানসামা উপজেলার গোয়ালডিহি গ্রামের ইছামতী নদীর বাঁশের সাঁকোর পাশে ২০১৮ সালে তখনকার পররাষ্ট্রমন্ত্রী ও বর্তমান এমপি আবুল হাসান মাহামুদ আলী ব্রিজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। পল্লী অবকাঠামো উন্নয়ন প্রকল্পের অধীনে ৩ কোটি ৩৬ লাখ ২৮ হাজার ৯৯৬ টাকা বরাদ্দ দেওয়া হয়। ২০১৮ সালের জুনে শুরু হয়ে নির্মাণকাজ শেষ হওয়ার কথা ছিল ২০২১ সালের জুনে। কিন্তু গত চার বছরে সেতুর পাইলিং ছাড়া আর কোনো কাজ হয়নি। স্থানীয়রা জানান, সময়মতো সেতুর কাজ শেষ না হওয়ায় দুর্ভোগে পড়েছেন ইছামতী নদীর দুই পাড়ের মানুষ। যাতায়াতসহ অন্য কাজে, বিশেষ করে বর্ষাকালে তাদের চরম দুর্ভোগ পোহাতে হয়। রোগী, গর্ভবতী ও শিক্ষার্থীদের অনেক দূর ঘুরে যাতায়াত করতে হয়। খানসামা উপজেলা এলজিইডির প্রকৌশলী হারুন-অর-রশিদ বলেন, দ্রুত সময়ের মধ্যে সেতুর কাজ শেষ করার জন্য ঠিকাদারি প্রতিষ্ঠানকে লিখিতভাবে তাগাদা দেওয়া হয়েছে।

সর্বশেষ খবর