বৃহস্পতিবার, ২৮ জুলাই, ২০২২ ০০:০০ টা

নকল পণ্য সরবরাহের অভিযোগে জরিমানা

টঙ্গী প্রতিনিধি

গাজীপুরের টঙ্গী বাজার এলাকায় নামিদামি ব্র্যান্ডের ইলেকট্রিক পণ্য সামগ্রী নকল করে বাজারে সরবরাহের অভিযোগে গতকাল মা মনি  ইলেকট্রনিককে ২ লাখ টাকা, বিসমিল্লাহ  ইলেকট্রনিককে ২ লাখ টাকা, শাহাজাদা ইলেকট্রনিককে ৫০ হাজার টাকা, ফাহাদ ইলেকট্রনিককে ৫০ হাজার টাকা এবং কেকের প্যাকেটের গায়ে উৎপাদনের তারিখ ও মেয়াদোর্ত্তীণের তারিখ যথাযথভাবে না লেখার অপরাধে আল আরাবিয়ান কেক এন্ড সুইটসকে ৫০ হাজার টাকাসহ ৫ প্রতিষ্ঠানকে সর্বমোট ৫ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।  গাজীপুর জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক মো. আব্দুল জব্বার মন্ডল ও সহকারী পরিচাল মো. শরিফুল ইসলাম এর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। এ বিষয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর আরও জানায়, মা মনি ইলেকট্রনিককে জনস্বার্থে সাময়িকভাবে বন্ধ করা হয়েছে এবং নকল ইলেকট্রনিক পণ্য সামগ্রী জনসমক্ষে ধ্বংস করা হয়। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানায়।

সর্বশেষ খবর